

সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবার অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। সোমবার ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। মঙ্গলেও দক্ষিণের সর্বত্র একই পূর্বাভাস। ন’টি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। আর এর ফলে আগামী কয়েকদিন কিছুটা কমতে পারে তাপমাত্রা।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। সেদিন উত্তর ২৪ পরগণা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। শনিবার বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায়।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার দাজিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। এছাড়া রবিবার উত্তরের সব জেলাতেই এই সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর জানিয়েছে, ঝড়বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পূর্ব বিহার এবং উত্তর বাংলাদেশের উপর দিয়ে একটি করে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। যার ফলে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এরফলে চৈত্রের শেষে পশ্চিমবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির এই পরিবেশ তৈরি হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন