SSC Scam: তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত SSC ভবনের সামনে অবস্থান! পথে শিক্ষাকর্মীরাও

People's Reporter: সোমবার সন্ধ্যেয় ২০১৬ সালের যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। তবে শেষ পর্যন্ত তালিকা প্রকাশিত হবে কিনা, তা নিয়ে রয়েছে জল্পনা।
এসএসসি ভবনের সামনে বিক্ষোভ
এসএসসি ভবনের সামনে বিক্ষোভ নিজস্ব চিত্র
Published on

সোমবার সন্ধ্যেয় ২০১৬ সালের যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। এদিন সন্ধ্যে ৬ টায় ওয়েবসাইটে তালিকা প্রকাশ করার কথা এসএসসির। তবে শেষ পর্যন্ত তালিকা প্রকাশিত হবে কিনা, তা নিয়ে রয়েছে জল্পনা। এই আবহে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষাকর্মীরা। পাশাপাশি, তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এসএসসি ভবনের সামনেই অবস্থান বসে থাকার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

নিয়োগ দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর থেকে যোগ্যদের তালিকা প্রকাশের দাবি তুলেছেন চাকরিহারারা। এই দাবিতে গত ১১ এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন চাকরিহারা আন্দোলনকারীরা। সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বৈঠকে চাকরিহারাদের আশ্বাস দিয়েছিলেন, আইনি পরামর্শ নিয়ে ২১ এপ্রিলের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করার চেষ্টা করা হবে।

আর এই আবহেই ২১ এপ্রিল এসএসসি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারারা। সোমবার দুপুর ১২টা নাগাদ সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে শুরু হয় চাকরিহারাদের মিছিল। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সেই মিছিল ইতিমধ্যেই পৌঁছেছে এসএসসি ভবনের সামনে। আচার্য্য সদনের সামনে অবস্থানে বসে পড়েছেন চাকরিহারারা।

আন্দোলনরত চাকরিহারাদের হুঁশিয়ারি, আজ তালিকা প্রকাশ করতেই হবে। যত সময় পর্যন্ত সেই তালিকা প্রকাশিত না হচ্ছে, ততক্ষণ এসএসসি দফতরের সামনে অবস্থান চালিয়ে যাবেন তাঁরা।  পাশাপাশি, অযোগ্যদের চাকরি থেকে বরখাস্তের দাবিও তুলেছেন যোগ্যরা।

অন্যদিকে, সুপ্রিম কোর্ট ২০১৬ সালের নিয়োগ প্যানেল অনুযায়ী অযোগ্য নন, এমন শিক্ষকদের আপাতত স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে শিক্ষাকর্মীদের জন্য পূর্বের রায়ই বহাল রয়েছে। সেই প্রতিবাদে চাকরি ফিরে পাওয়ার দাবিতে সোমবার পথে নেমেছেন চাকরিহারা শিক্ষাকর্মীরাও। সোমবার দুপুরে মিছিল শুরু করেছেন শিক্ষাকর্মীরা। এদিন বিকেলে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।

এসএসসি ভবনের সামনে বিক্ষোভ
SSC Scam: ৩১ ডিসেম্বরের পর কী করব? - সুপ্রিম কোর্টের রায়ে 'অসন্তুষ্ট' চাকরিহারা শিক্ষকদের একাংশ
এসএসসি ভবনের সামনে বিক্ষোভ
Bratya Basu: 'বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকবে রাজ্য' - সাংবাদিক সম্মেলনে বললেন ব্রাত্য বসু

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in