Firhad Hakim: “এটা আমার বিষয় নয়, যা বলার ব্রাত্য বলবেন”, চাকরিপ্রার্থীদের ধর্না প্রসঙ্গে ববি

People's Reporter: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়েও কোনও মন্তব্য করতে অস্বীকার করেন ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম নিজস্ব চিত্র
Published on

“এটা আমার বিষয় নয়, যা বলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলবেন”, কলকাতায় গান্ধী মুর্তির পাদদেশে চাকরিপ্রার্থিদের ধর্নার হাজার দিন পূরণ প্রসঙ্গে এই মন্তব্য করলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি, রাজ্যের আরও একাধিক বিষয় নিয়ে কথা বলতে শোনা গেল ববিকে।

শনিবার দুপুরে কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে তাঁকে গান্ধী মূর্তির পাদদেশে এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধর্নার ১০০০ দিন পূরণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোনও জবাব দিতে অস্বীকার করেন। তিনি জানান, “এটা আমার বিষয় নয়। আমার বিভাগ নয়। এটা নিয়ে যা বলার ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, উনি বলবেন।“

কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়েও কোনও মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।

অন্যদিকে, আবাস দুর্নীতির তদন্তে আজই রাজ্যে এসেছে কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, “কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। এটা কাম্য নয়। তারা সরকারি আধিকারিক; তাদের নিরপেক্ষভাবে আসা উচিত।"

আজ থেকে চালু হচ্ছে পার্কিং অ্যাপ। এটা নিয়ে মন্ত্রী জানান, “পার্কিং নিয়ে অ্যাপ আজ থেকে চালু হচ্ছে। ইলিগ্যাল পার্কিং করলেই সেই নাম্বার এই অ্যাপের মাধ্যমে কলকাতা পুলিশের কাছে চলে যাবে। কলকাতা পুলিশ প্রসিডিং স্টার্ট করবে। এই অ্যাপের সঙ্গে পরিবহন ও কলকাতা পুলিশের যোগ থাকবে।“

গড়িয়াহাট চত্বরে হকারদের বসা নিয়ে ববিকে প্রশ্ন করা হলে তিনি জানান, “বর্ষায় অনেকে প্লাস্টিক লাগিয়েছিল। সেই প্লাস্টিক এখনো খোলেনি। এটাকে আমরা সিরিয়াসলি দেখব। পুলিশের সাহায্য নিয়ে প্লাস্টিকগুলোকে খুলতে হবে। গড়িয়াহাট সহ বেশ কিছু জায়গায় পুরসভা হকার তুলে দেওয়ার পরও আবার নতুন করে বসছে। এক্ষেত্রে পুলিশকে দেখতে হবে।“

সারা কলকাতা জুড়ে বসতে চলেছে জলের মিটার। এই প্রসঙ্গে এদিন মেয়র জানান, “জলের মিটার বসবে সারা কলকাতা জুড়ে। ওয়েস্টেজ হচ্ছে বলে আমরা সব জায়গায় জল দিতে পারছি না। এর ফলে আমরা আরও বেশি জল দিতে পারব। দেড়শ লিটার প্রতি মানুষ - প্রতিদিন এটা চাহিদা। প্রচুর জল নষ্ট হয় বিভিন্নভাবে। মনিটরিং করার জন্যই এটা করা হবে। পাটুলি ও কাশিপুরে ইতিমধ্যেই হয়েছে। মিটার চুরি হয়ে যাচ্ছে এবং তার ডিজাইন চেঞ্জ করা হবে সারা কলকাতায়।“

ফিরহাদ হাকিম
SLST: 'মুখ্যমন্ত্রীর নীরবতা কবে ভাঙবে?' - ধর্নার ১০০০ দিনে মাথা ন্যাড়া করে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের
ফিরহাদ হাকিম
Calcutta HC: 'বিবাহিতা মেয়ে পিতৃকুলের পরিবারেরই একজন', রাজ্যের আর্জি খারিজ করে নির্দেশ হাইকোর্টের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in