সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা! তবে মিলবে না গরমের হাত থেকে মুক্তি
কবে মিলবে তীব্র গরমের হাত থেকে মুক্তি? বৃষ্টিপাত কি হবে আগামী কিছুদিনের মধ্যে? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও হাওড়াতেও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং জলপাইগুড়ি ও কালিংপং-এও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আরো জানা যাচ্ছে, চলতি সপ্তাহ শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। কিন্তু উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুর এই তিন জেলায় তাপমাত্রা খুব একটা পরিবর্তন নাও হতে পারে।
আজকে কলকাতা্র সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস এবং ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়েছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন