SFI: ৩৮তম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে অভিনব উদ্যোগ SFI-র, অংশ নিতে পারেন আপনিও!

People's Reporter: আগামী ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত মালদহের ইংরেজ বাজারে এসএফআই-র ৩৮ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
SFI: ৩৮তম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে অভিনব উদ্যোগ SFI-র, অংশ নিতে পারেন আপনিও!
ছবি - সংগৃহীত
Published on

জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হচ্ছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-র ৩৮তম রাজ্য সম্মেলন। সেই উপলক্ষ্যে অভিনব উদ্যোগ নিল ছাত্র সংগঠনটি। ছাত্র নেতৃত্বের দাবি, এই উদ্যোগের ফলে প্রতিযোগীদের নানান ধরণের প্রতিভা উঠে আসবে।

আগামী ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত মালদহের ইংরেজবাজারে এসএফআই-র সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেছেন সৃজন ভট্টাচার্যরা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টার শেয়ার করেছেন। যেখানে রাজ্যের শিক্ষা দুর্নীতি সহ, স্কুল-কলেজে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে একাধিক পোস্টার, রিল, ভিডিও, কার্টুন, শর্ট ফিল্ম অথবা মিম অথবা যে কোনও ডিজিটাল কনটেন্ট তৈরির আবেদন জানানো হয়েছে।

মিম প্রতিযোগিতার বিষয় হচ্ছে 'শিক্ষায় দুর্নীতি'। এছাড়া অন্যান্য পোস্টার অথবা রিলগুলি বানাতে হবে 'স্কুল কলেজে শপথ করো, বিভেদ রুখে স্বদেশ গড়ো' এই স্লোগানকে মূল বিষয়বস্তু ভেবে। প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে বলেও এসএফআই-র পক্ষ থেকে জানানো হয়েছে।

বাম ছাত্র সংগঠনের তরফ থেকে sfiwbsc@gmail.com এই মেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে। প্রতিযোগীদের এই ঠিকানাতেই সবকিছু পাঠাতে হবে আগামী ১০ জানুয়ারির মধ্যে।

ছাত্র সংগঠনের দাবি, এখন প্রায় সকল ছাত্রদের কাছেই একটি করে স্মার্ট ফোন থাকে। এদের অনেকের মধ্যেই প্রতিভা লুকিয়ে রয়েছে। সেই প্রতিভাগুলিও সম্মেলন উপলক্ষ্যে সকলের সামনে আসবে। আগামী প্রজন্মের কাছে বার্তাও যাবে যে বর্তমান রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে ঠিক কোথায় নামিয়ে এনেছে। আশা করা হচ্ছে প্রচুর প্রতিযোগীই অংশগ্রহণ করবে।

SFI: ৩৮তম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে অভিনব উদ্যোগ SFI-র, অংশ নিতে পারেন আপনিও!
Petrol & Diesel Price: লোকসভা ভোটের আগেই পেট্রোল, ডিজেলের দাম কমাতে পারে কেন্দ্র
SFI: ৩৮তম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে অভিনব উদ্যোগ SFI-র, অংশ নিতে পারেন আপনিও!
WBJEE: ইঞ্জিনিয়ারিং-এ ছাত্রীদের উৎসাহ দিতে কমানো হল জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ফি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in