মিডিয়া পাশ থেকে সরে গেলে আগামী দিনে বিজেপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না - ফিরহাদ হাকিম

তিনি বলেন, বিজেপির নেতা ও কর্মীরা বর্তমানে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। অর্জুন সিং এরও এখন সে রকম অবস্থা।
ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম ফাইল ছবি সংগৃহীত

মিডিয়া আছে বলেই প্রায়ই এ রাজ্যের বিজেপি নেতাদের বিভিন্ন বিষয়ে মুখ দেখানো হয়। মিডিয়া না থাকলে বিজেপি দলটির কোনও অস্তিত্ব থাকবে না। বিজেপি মানুষের থেকে অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই মিডিয়া বিজেপির পাশ থেকে সরে গেলে আগামী দিনে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে এদিন কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

তিনি বলেন, বিজেপির নেতা ও কর্মীরা বর্তমানে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। অর্জুন সিং এরও এখন সে রকম অবস্থা। একসময় বিজেপি এরাজ্যের বেকার যুবক-যুবতীদের বলেছিল - তাদের দলে অন্তর্ভুক্ত হতে। ক্ষমতায় এলে তারা এই সমস্ত বেকার যুবক-যুবতীদের রেল, ইনকাম ট্যাক্স সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি দেবে। কিন্তু ওরা সে কথা রাখতে পারেনি। তাই পরবর্তী ক্ষেত্রে মানসিক ভাবে ডিপ্রেশনে ভুগতে শুরু করেছিল এ রাজ্যের সেই সমস্ত বেকার যুবক যুবতীরা যারা বিজেপি নেতাদের কথায় চাকরি পাওয়ার আশায় বুক বেঁধে দলে দলে বিজেপিতে যোগদান করেছিল। এখন স্বপ্ন ভঙ্গ হয়েছে। বর্তমানে বিজেপি অস্তিত্ব সংকটে পড়েছে।

কংগ্রেস দলের চিন্তন শিবিরে প্রসঙ্গে রাহুলের মন্তব্য ঘিরেও এদিন কটাক্ষ করলেন ফিরহাদ। সম্প্রতি ভারতের জাতীয় কংগ্রেসের চিন্তন শিবির নিয়ে রাহুল গান্ধী প্রস্তাব রেখেছেন- এবার থেকে দলে এক পরিবার এক টিকিটের ব্যবস্থা করতে হবে। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন – ‘রাহুল গান্ধী হয়তো এই প্রস্তাবের মাধ্যমে প্রিয়াঙ্কা গান্ধীকেও আটকাতে চাইছে কিনা বোঝা যাচ্ছে না।‘

অন্যদিকে, দুর্গা পিতুরি লেনের যে সমস্ত বাড়ি বিপদজনক অবস্থায় রয়েছে সেগুলি অবিলম্বে ভেঙে ফেলা উচিত। এ বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা ও যাদবপুর ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা বিষয়টি দেখছেন। আগামী দিনে মেট্রো রেলের কাজ এগিয়ে নিয়ে যেতে গেলে আগে বিশেষজ্ঞ টিম এর মাধ্যমে ভূগর্ভস্থ মাটির নিচের ভূ প্রাকৃতিক অবস্থার কথা বিচার-বিশ্লেষণ করে তবেই পুনরায় কাজ চালিয়ে নিয়ে যাওয়া উচিত বলেও এদিন মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম
ফের বেসুরো অর্জুন সিং, বঙ্গ বিজেপি নেতৃত্বকে ঢাল তরোয়াল বিহীন নিধিরাম সর্দারের সাথে তুলনা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in