মাত্র ৩০ মিনিটে হাওড়া-সেক্টর ফাইভ! নয়া মেট্রোর ভাড়া নিয়ে ক্ষোভ নেটিজনদের

People's Reporter: হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা এদিন সন্ধ্যা থেকেই চালু করে দেওয়া হবে। তবে বাকি দু'টো পরিষেবা চালু হবে সোমবার।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিফাইল চিত্র
Published on

কলকাতায় আরও সম্প্রসারিত হচ্ছে মেট্রোর লাইন। আজই শহরের নতুন তিনটি মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা-ধর্মতলা, রুবির মোড়-বেলেঘাটা এই নয়া তিনটি যাত্রাপথ সম্প্রসারণ করা হয়েছে। ১৪ কিলোমিটার পথ মেট্রোর মাধ্যমে জুরতে চলেছে। তবে নতুন তিনটি যাত্রাপথে মেট্রো ভাড়া রাখা হয়েছে অনেকটাই। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজনেরা।

নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে মেট্রো পৌঁছাবে দমদম বিমানবন্দরে। ইয়েলো লাইন কলকাতা বিমানবন্দর স্টেশনের নাম রাখা হয়েছে জয় হিন্দ। এই করিডোরে থাকছে মোট চারটি স্টেশন। এছাড়া অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা চালু করা হয়েছে। এখানে রয়েছে মোট পাঁচটি স্টেশন। অন্যদিকে, গ্রিন লাইনে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চালু হচ্ছে পরিষেবা। এর ফলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত লাইনটি জুড়ে গেল। আধ ঘন্টায় পৌছে যেতে পারবে যাত্রীরা।

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রুটে মেট্রো চলবে ৮ মিনিট ব্যবধানে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই এদিন সন্ধ্যা থেকেই চালু করে দেওয়া হবে এই পরিষেবা। সকাল ৬.৩০ থেকে রাত ১০টা ১৯ পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করবে। সোমবার থেকে চালু হবে নোয়াপাড়া-দমদম এবং রুবি-বেলেঘাটা মেট্রো। সকাল ৮টা থেকে ১২ ঘন্টা মিলবে এই পরিষেবা। তবে শনি এবং রবিবার বন্ধ থাকবে দুই মেট্রোর পরিষেবা।

অন্যদিকে, নিউ গড়িয়া থেকে রবি পর্যন্ত এতদিন যে মেট্রো চলছিল, সেটাই সম্প্রসারণ করা হয়েছে বেলেঘাটা পর্যন্ত। এছাড়া নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পরিষেবা চালু হলে একটা মেট্রো ধরেই এয়ারপোর্ট থেকে সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছানো যাবে।

কলকাতা মেট্রোরেলে তরফে জানা গেছে, গ্রিনলাইনে দুই কিলোমিটার পর্যন্ত যেতে ভাড়া লাগবে ৫ টাকা। পরের থেকে পাঁচ কিলোমিটার যেতে ভাড়া লাগবে ১০ টাকা। ১০ থেকে ১৬.৫ কিলোমিটার যেতে বা প্রথম থেকে একেবারে শেষ স্টেশন পর্যন্ত সফর করতে লাগবে ৩০ টাকা।

ইয়েলো লাইনে এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যেতে ভাড়া লাগবে ৩০ টাকা। এয়ারপোর্ট থেকে কালীঘাট পর্যন্ত যেতে ভাড়া লাগবে ৪০ টাকা। এয়ারপোর্ট থেকে সল্টলেক স্টেশন পর্যন্ত যেতে ভাড়া লাগবে ৫০ টাকা।

অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে বরুণ সেনগুপ্ত যেতে ভাড়া লাগবে ৫ টাকা। বেলেঘাটা থেকে নিউ গড়িয়া যেতে ভাড়া লাগবে ২০ টাকা। বেলেঘাটা থেকে রুবি পর্যন্ত যেতে ভাড়া লাগবে ১০ টাকা।

এছাড়া সংযুক্ত হাওড়া বা শিয়ালদা পৌঁছতে যাত্রীদের দিতে হবে ৫০ টাকা ভাড়া। সর্বোচ্চ ভাড়া সেক্টর ফাইভ পর্যন্ত, ৭০ টাকা। বিমানবন্দর থেকে কবি সুভাষ পৌঁছনো যাবে ৪৫ টাকায়। বিমানবন্দর থেকে ধর্মতলা পৌঁছনো যাবে ৪০ টাকায়।

অফিসের সময়ে নিত্যযাত্রীদের সময় বাঁচানোর জন্য মেট্রো পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে। সঙ্গে পুরোনো অনেক লাইনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নয়া তিনটি পরিষেবা। যাতে সুবিধা হবে মানুষের। অফিসের সময় কমবে যানজটও। কম সময়ে পৌঁছানো যাবে। কিন্তু তিনটি যাত্রাপথের ভাড়া রাখা হয়েছে অনেকটাই। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in