TMC-BJP: তৃণমূলে যোগ দিয়েই শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল

People's Reporter: তাপসী মণ্ডল। তিনি বলেন, "২০১৬ সালে আমি বিধায়ক হই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই মূলত আমাকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। বিজেপিতে গিয়েও, কোনও কাজের মধ্যে যুক্ত হতে পারিনি।"
তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল।
তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল।ছবি সংগৃহীত
Published on

ফের বিজেপি বিধায়কের ‘দলবদল’। এবার খাস শুভেন্দু-গড়ে। বিজেপি ছেড়ে তৃণমূলের হাত ধরলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সোমবার তৃণমূল ভবনে গিয়ে শাসক দলে যোগ দিলেন তিনি।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিক জনপ্রতিনিধির দলবদলের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। সিংহভাগই বিজেপি ছেড়ে শাসক দলে যোগ দিয়েছেন। সেই তালিকায় নবতম সংযোজন তাপসী মণ্ডল। তৃণমূল ভবনে অরূপ বিশ্বাসের হাত থেকে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন তিনি।

তৃণমূলে যোগ দিয়েই শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিরদ্ধে ক্ষোভ উগরে দেন তাপসী মণ্ডল। তিনি বলেন, "২০১১ সালে যখন তৃণমূল দল ক্ষমতায়, আমি তখন হলদিয়ার কাউন্সিলর ছিলাম। পরবর্তীকালে ২০১৬ সালে আমি বিধায়ক হই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই মূলত আমাকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। তারও পরবর্তীকালে বিজেপিতে যাই আমি। বিজেপিতে গিয়েও, কোনও কাজের মধ্যে যুক্ত হতে পারিনি। মানুষ আমাকে দুবার নির্বাচনে জয়ী করেছেন, কিন্তু বিজেপি বিধায়ক হিসেবে এলাকায় কোনওরকম কাজ করার সুযোগ পাইনি আমি।"

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, "কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছেন দলের মধ্যেকার নেতৃত্বরাই। তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে।"

যদিও এই প্রসঙ্গে পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, তাপসী মণ্ডলকে জেলা সভাপতি করা হবে না বলার পর থেকেই তিনি তলে তলে তৃণমূলের সাথে সম্পর্ক তৈরি করছিলেন। বিরোধী দলনেতার কথায়, ‘‘জেলা সভাপতির পদ থাকবে না বলা হয়েছিল। এরপরই সুব্রত বক্সীর মাধ্যমে কথা বলেছেন উনি (তাপসী মণ্ডল)। যেমন মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাসদের মতো দলবদলুদের লোকসভা ভোটে হারিয়েছিলাম, তেমনই ওঁকে (তাপসীকে) যদি তৃণমূল হলদিয়ায় প্রার্থী করে... তা হলে আমাকে আর কিছু করতে হবে না। তৃণমূলই ওঁকে বিসর্জন দেবে।’’ 

অন্যদিকে, তাপসীর দলবদল নিয়ে অভিজিৎ গাঙ্গুলির সাথে তাঁর সংঘাতের বিষয়টিও উঠে আসছে। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সাথে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন তাপসী। তৃণমূলে যোগ দিয়ে অভিজিতের বিরুদ্ধেও মুখ খোলেন তাপসী। তিনি বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছিলেন শুভেন্দুবাবু। তমলুক লোকসভা কেন্দ্রে ওঁকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে। তার পরে এলাকার কর্মীদের সঙ্গে, বিধায়কের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ছেন উনি। এটা স্বাভাবিক পরিবেশ নয়।’’ 

এই নিয়ে পাল্টা হলদিয়ার বিধায়ককে ‘জঞ্জাল’ বলে কটাক্ষ করেছেন অভিজিৎ। তাঁর কথায়, ‘‘একটা জঞ্জাল জঞ্জালের ভ্যাটে গিয়ে পড়ল। ওঁর সঙ্গে তর্কাতর্কি একটা হয়েছিল। আমি আমার চেম্বার থেকে বার করে দিয়েছি। কোনও দুর্নীতিগ্রস্ত মানুষের লেকচার শুনতে আমি রাজি নই।  চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া, হলদিয়ায় তোলাবাজি, পয়সা নেওয়া— অনেক অভিযোগ এঁর বিরুদ্ধে।" 

উল্লেখ্য, তাপসী মণ্ডল শুভেন্দুর নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য। পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীর জেলার বিধায়ক। ২০১৬ সালে সিপিআইএম-এর টিকিটে হলদিয়া থেকে লড়ে বিধায়ক হন তাপসী। এরপর ২০২০ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরেই সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২১ সালের নির্বাচনে হলদিয়া থেকে বিজেপির টিকিটে লড়ে জয়ী হন তাপসী। আগামী বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর আগে এহেন শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়কের দলবদল রাজ্য বিজেপির কাছে বেশ অস্বস্তিজনক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল।
Syria Killings: ফের গৃহযুদ্ধের পথে সিরিয়া? শেষ চার দিনে গোষ্ঠী সংঘর্ষে নিহত কমপক্ষে ১০০০

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in