বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা

সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর সুপারিশপত্র বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। তাঁদের বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি।
বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা
ফাইল ছবি

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা। সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন চাকরি হারানো ১৯১১ জন গ্রুপ ডি কর্মী।

সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর সুপারিশপত্র বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। তাঁদের বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি। এঁরা প্রত্যেকেই বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

 বেতন ফেরতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এর আগে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরীচ্যুতরা। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আপাতত বেতন ফেরতের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। আগামি ৩ মার্চ এই মামলার শুনানি রয়েছে। তার আগেই এবার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন ১৯১১ জন গ্রুপ ডি কর্মী।

বেতন ফেরত নিয়ে ডিভিশন বেঞ্চে করা নিজেদের আবেদনে গ্রুপ ডি কর্মীরা জানিয়েছিলেন, "পাঁচ বছর আমরা বেতন নিয়েছি ঠিকই। কিন্তু তার পরিবর্তে শ্রম দিয়েছি। সমস্ত বেতন ফেরত দিলে আমাদের শ্রমটা বৃথা যাবে।"

বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা
WB: নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত উদ্ধারকৃত সম্পদের পরিমাণ ১১১ কোটি টাকা - ইডি
বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা
Nadia: তেহট্ট সমবায় সমিতিতে বিরাট ব্যবধানে জয়ী CPIM, ধরাশায়ী তৃণমূল, বিজেপি শূন্য

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in