Kolkata Metro: তিন দিন সম্পূর্ণ বন্ধ থাকবে গ্রিন লাইন মেট্রো! ভোগান্তি নিত্যযাত্রীদের

People's Reporter: শনিবার ২৬ এপ্রিল থেকে সোমবার ২৮ এপ্রিল পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিফাইল চিত্র
Published on

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে আগামী তিন দিন। শনিবার ২৬ এপ্রিল থেকে সোমবার ২৮ এপ্রিল পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। নির্ধারিত তিন দিনের মধ্যে সোমবার কাজের দিন পড়ায় নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় রেডিয়ো সঙ্কেত নির্ভর ব্যবস্থায় স্বয়ংক্রিয় উপায়ে ট্রেন চালানোর জন্য দফায় দফায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর আগে এই কারণে বার তিনেক মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল।

মেট্রো সূত্রে জানা যাচ্ছে, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি)-এর মধ্যে কন্ট্রোল রুম থেকে স্বয়ংক্রিয় ভাবে নির্দেশ পাঠিয়ে ট্রেনের গতি নির্ভর করা যায়। এমনকি ট্রেনের চালক ছাড়াই মেট্রো চালানো সম্ভব। জানা যাচ্ছে, অনেক দিন ধরেই এই সংক্রান্ত নানা পর্বের পরীক্ষা চলছে। যদিও সেই সব পরীক্ষার ফল সন্তোষজনক হলে তবেই যাত্রী বহনের এবং ট্রেন চালানোর অনুমতি মিলবে।

সূত্রের খবর, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ পরিষেবা খুলে দিতে প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। এছাড়া দমকল কর্তৃপক্ষের তরফে যাত্রীর সুরক্ষার স্বার্থে অগ্নি নির্বাপণ এবং আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধার সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখার কাজ হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, দমকলের পক্ষ থেকে চূড়ান্ত ছাড়পত্র মিলবে দ্রুত।

পাশাপাশি জানা যাচ্ছে, ২৬-২৮ এপ্রিলের মধ্যে আসতে পারে রেলের সেফটি কমিশনারও। ট্রেন চালানো এবং যাত্রী পরিষেবা সংক্রান্ত নানা খুঁটিনাটি পরীক্ষা করবে তাঁরা। যদিও এই নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি এখনও। কমিশনারের ছাড়পত্র মিললে তবেই হাওড়া মেট্রো থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ যাত্রী পরিষেবার অনুমতি মিলবে।

প্রতীকী ছবি
আদালত কক্ষেই আইনজীবীকে মারধর, সৌগত রায়কে 'কুমন্তব্য'! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in