Kolkata: বাঘাযতীনে আচমকা হেলে পড়ল আস্ত বহুতল, আতঙ্কে স্থানীয়রা

People's Reporter: পুলিশ সূত্রে খবর, ওই বহুতলে কোনও বাসিন্দা থাকছিলেন না। তাই কোনও হতাহতের খবর মেলেনি।
বাঘাযতীনে হেলে পড়া সেই ফ্ল্যাটবাড়ি
বাঘাযতীনে হেলে পড়া সেই ফ্ল্যাটবাড়িছবি - সংগৃহীত
Published on

খাস দক্ষিণ কলকাতায় হেলে পড়ল আস্ত ফ্ল্যাটবাড়ি। ঘটনাস্থল বাঘাযতীন। পুলিশ সূত্রে খবর, ওই বহুতলে কোনও বাসিন্দা ওই মুহূর্তে ছিলেন না। তাই কোনও হতাহতের খবর মেলেনি। অভিযোগ, আবাসন মেরামতির কাজ চলছিল। তখনই এই বিপত্তি ঘটে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা সংস্থা, পুরসভা বিল্ডিং বিভাগের লোকজন। বাড়ির মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবে পুরসভা বলে জানা গেছে। ঘটনাস্থলে রয়েছেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং এলাকার কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়।     

ওই ফ্ল্যাটবাড়িটি কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত। প্রাথমিক ভাবে জানা গেছে, কয়েক বছর আগেই তৈরি হয় ওই আবাসনটি। কিন্তু তারপরেই ফাটল দেখা যায়। এরপর ফ্ল্যাটের একদিক সামান্য হেলে পড়ে। ফ্ল্যাটবাড়িটি একদিকে হেলে যাওয়ায় গত ১৭ ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন প্রোমোটার। সেই সময় আবাসনের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে খবর, ‘শুভ অ্যাপার্টম্যান্ট’ নামের ওই আবাসনটি নিয়ম না মেনেই তৈরি করা হয়েছে। ওই এলাকায় তিনতলা ফ্ল্যাট বানানোর অনুমতি দেয় পুরসভা। কিন্তু সেই নিয়ম ভেঙে চার তলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। বাড়ির মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন বলে সূত্রের খবর।

অন্যদিকে, এলাকার কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আবাসনটি যখন মেরামতির কাজ চলছিল, তখন তিনি মিস্ত্রিদের কাজ বন্ধ রাখতে বলেছিলেন। তারপরেও কাজ চালিয়ে যায় বলে অভিযোগ। কাউন্সিলর মিতালি জানিয়েছেন, ‘আমি খবর পেয়ে এসেছি। বাড়িটিতে যখন মেরামতির কাজ চলছিল, আমি মিস্ত্রিদের কাজ বন্ধ রাখতে বলেছিলাম। আমার অফিসে এসে অনুমতি নিতে বলেছিলাম। এর মধ্যেই আবাসনটি হেলে পড়ল’।

আস্ত ফ্ল্যাটবাড়ি হেলে পড়ায় এলাকায় আতঙ্ক যেমন ছড়িয়েছে তেমনি আশপাশের এলাকা থেকে বহু মানুষ বাড়িটিকে দেখতেও এসেছেন। তবে পুলিশ কাউকে কাছে আসতে দিচ্ছে না। গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে।

বাঘাযতীনে হেলে পড়া সেই ফ্ল্যাটবাড়ি
Kerala: ৫ বছরে ৬০ জনের যৌন হেনস্থার শিকার! কেরালায় দলিত নাবালিকা ধর্ষণে গ্রেফতার ১৫

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in