

এসআইআর ইস্যুতে এর আগে দুবার জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এবার পাল্টা মমতা ব্যানার্জিকে চিঠি দিল নির্বাচন কমিশন। জানা গেছে, তৃণমূল নেত্রীর বাড়ির ঠিকানায় এই চিঠি পাঠানো হয়েছে। তৃণমূলের পাঁচ প্রতিনিধির সাথে দেখা করবে বলে জানিয়েছে কমিশন।
সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে কমিশনকে দু’বার চিঠি লিখেছেন মমতা ব্যানার্জি। প্রথম চিঠিটি ছিল, ‘অপরিকল্পিত এসআইআর’ বন্ধ করার দাবি জানিয়ে, যেখানে তিনি কাজের চাপে একাধিক বিএলও-র মৃত্যু এবং অসুস্থ হয়ে পড়ার উল্লেখ করেছিলেন। এরপর গতকাল অর্থাৎ সোমবার আরও একটি চিঠি লেখেন তিনি। কমিশন কেন ১০০০ ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফ্টওয়্যার ডেভেলপার নিয়োগ করতে চেয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এর কয়ক ঘণ্টা পরই মুখ্যমন্ত্রীকে চিঠি দিল কমিশন। চিঠিতে বলা হয়েছে, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন দেখা করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির প্রেক্ষিতেই এই জবাব। চিঠিতে বলা হয়েছে, কমিশন সবসময় রাজনৈতিক দলগুলোর সাথে গঠনমূলক আলোচনা করতে প্রস্তুত। তাই তৃণমূলের অনুরোধ রাখবে তারা। তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে কমিশনের সদর দপ্তরে গিয়ে দেখা করতে পারে।
আগামী শুক্রবার, অর্থাৎ ২৮ নভেম্বর বেলা ১১টায় সময় দিয়েছে নির্বাচন কমিশন।
মমতা ব্যানার্জি সহ রাজ্যের শাসকদলের একাধিক নেতা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তাঁদের মূল অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক দলকে খুশি করার জন্য ভোটের মুখে রাজ্যে এসআইআর শুরু করেছে কমিশন। ৩ বছরের প্রক্রিয়াকে ২ মাসের মধ্যে শেষ করার জন্য বিএলও-দের মানসিক চাপ দিচ্ছে। অবিলম্বে এসআইআর বন্ধ করার দাবি জানিয়েছিলেন মমতা ব্যানার্জি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন