Dilip Ghosh: প্রধানমন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কর্মসূচীতেও অনুপস্থিত দিলীপ ঘোষ, বাড়ছে জল্পনা

People's Reporter: অমিত শাহের সভায় অনুপস্থিতি প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি জানান, দিলীপদা বর্ষীয়ান নেতৃত্ব। তাঁর অনুপস্থিতি নিয়ে আমার কোনও মন্তব্য করা সাজেনা।
দিলীপ ঘোষ
দিলীপ ঘোষফাইল ছবি - নিজস্ব
Published on

মাত্র সপ্তাহখানেকের মধ্যে বিজেপি শীর্ষ নেতৃত্বের দুটি অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তবে কি দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন দিলীপ ঘোষ? এই নিয়েই এখন গুঞ্জন রাজ্যের রাজনৈতিক মহলে।

এর আগে গত ২৯ মে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতেও দেখা যায়নি একদা রাজ্য বিজেপি সেনাপতি দিলীপ ঘোষকে। আর রবিবার তিনি খোদ কলকাতায় অনুপস্থিত থাকলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের অনুষ্ঠানে।

এদিন বিজেপির কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, অমিত শাহের সভায় তাঁকে আমন্ত্রণ জানান হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা সম্পর্কেও তিনি একই কথা জানিয়েছিলেন। তিনি আরও বলেন, এটা কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিছু কিছু মানুষ নেতাদের পেছনে পেছনে ঘুরতে পছন্দ করে। আমি এখন দলের কোনও দায়িত্বে নেই, এখন আমি দলের কার্যকর্তাদের সঙ্গে আছি।

অমিত শাহের সভায় অনুপস্থিতি প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি জানান, দিলীপদা একজন বর্ষীয়ান নেতৃত্ব। তাঁর অনুপস্থিতি নিয়ে আমার কোনও মন্তব্য করা সাজেনা।

যদিও সাম্প্রতিক সময় পূর্ব মেদিনীপুরের দীঘায় নব নির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সস্ত্রীক হাজির ছিলেন এবং ওইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। যা নিয়ে তিনি দলীয় কর্মীদের সমালোচনার মুখে পড়েন।

যদিও নিজের ওই আচরণের ব্যাখ্যা দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দীঘা ভ্রমণ সম্পর্কে তিনি জানান, যে কোনো ধর্মীয় স্থানে তাঁর যাবার অধিকার আছে। এই বিষয়ে প্রশ্ন তোলা উচিত নয়। যদিও তাঁর এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি দলীয় নেতৃত্ব এবং ঘটনাচক্রে এরপর থেকে দলীয় কোনো বড়ো কর্মসূচীতে তাঁকে আম্রন্ত্রণ জানান হয়নি।

Keywords: Dilip Ghosh, Amit Shah, Prime Minister Narendra Modi, political speculation, BJP internal rift, Dilip Ghosh news, Amit Shah Bengal visit, BJP West Bengal

দিলীপ ঘোষ
Dilip Ghosh: ‘এত নাটক করে, রাত জেগে কী হল?’ – এবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের
দিলীপ ঘোষ
Dilip Ghosh: 'আমি সেদিন ক’টা পুতনাকে তাড়া করেছিলাম' - মহিলাদের উদ্দেশ্যে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in