
ওয়াকফ বিল নিয়ে অশান্ত মুর্শিদাবাদ-সহ বাংলার বেশ কয়েকটি জেলা। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জেনদের নিয়ে সমাবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যের সীমানা নিয়ে ভুল তথ্য দেন মুখ্যমন্ত্রী। যার প্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিলকে ‘অশুভ পরিকল্পনা’ বলে অভিযোগ করেন তিনি। সেখানেই বাংলাকে একটি সংবেদনশীল সীমান্ত রাজ্য উল্লেখ করে মমতা বলেন, “পশ্চিমবঙ্গ হল বাংলাদেশ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সীমান্তবর্তী একটি রাজ্য”।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সীমান্তবর্তী হলেও শ্রীলঙ্কা বাংলা থেকে ২৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। রাজ্যের মুখ্যমন্ত্রীর এহেন ভুল তথ্য নিয়ে তাঁকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর ভিডিও পোস্ট করে সুকান্ত বলেন, “ভূগোল বিশেষজ্ঞ এবং পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রীর মতে, বাংলা এখন শ্রীলঙ্কার সীমানা। দিদির কল্পনায় দক্ষিণ এশিয়ার নতুন ম্যাপ তৈরি হয়েছে”।
তিনি আরও লেখেন, “যখন মুখ্যমন্ত্রী নিজেই বলতে পারেন না যে তাঁর রাজ্য কোথায় শেষ হবে এবং একটি দ্বীপরাষ্ট্র কোথায় শুরু হবে, সেখানে যোগ্য শিক্ষকরা দুর্নীতির জেরে চাকরিহারা হয়ে যাওয়াটা কি খুবই আশ্চর্যের বিষয়?” তিনি আরও লেখেন, “মমতার বাংলায় তথ্য ঐচ্ছিক, যুক্তি অনুপস্থিত এবং অযোগ্যতাই হল যোগ্যতা”।
অন্যদিকে, বুধবার বৈঠকে ওয়াকফ ইস্যু নিয়ে কথা বলার সময় শান্তি বজায় রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এলাকায় শান্তি বজায় রাখুন। এখানে আন্দোলন করে কোনও লাভ নেই। দিল্লিতে আন্দোলন করুন”। এমনকি দিল্লিতে আন্দোলনে তৃণমূল সাংসদরা পাশে থাকবেন বলেও আশ্বাস দেন তিনি। তাঁর কথায়, “বিজেপির কথায় দয়া করে অশান্তি করবেন না। কেউ অশান্তি করলে কন্ট্রোল করুন”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন