

৫ অক্টোবর কলকাতার সিবিআই দপ্তর ঘেরাওয়ের ডাক দিল সিপিআইএম। রাজ্যে বিভিন্ন দুর্নীতিতে সিবিআই তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলছে বামেরা। তাদের অভিযোগ 'মোদী-দিদি'র আঁতাতের কারণেই সিবিআই তদন্ত সঠিক পথে এগোচ্ছে না।
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আগেই জানিয়েছিলেন, সিবিআই-ইডি যদি অপরাধীদের না ধরে তাহলে গোয়েন্দা সংস্থার দপ্তর ঘেরাও করবে বামেরা। মঙ্গলবার কর্মসূচির দিন ঘোষণা করেছে সিপিআইএম। আগামী ৫ অক্টোবর নিজাম প্যালেস ঘেরাও করবে সিপিআইএম।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-র রাজ্য কমিটির বৈঠক। ওই বৈঠকেই ঠিক হয়েছে নিজাম প্যালেস ঘেরাও-র কর্মসূচি। নেতৃত্বের দাবি, অবিলম্বে নিয়োগ দুর্নীতির মাথাদের ধরে জেলে ঢোকাতে হবে। বহুদিন ধরেই তদন্ত চলছে কিন্তু তদন্তের ফল দেখা যাচ্ছে না। সেই কারণেই সিবিআই দপ্তর ঘেরাও করা হবে।
প্রসঙ্গত মহম্মদ সেলিম বলেছিলেন, "ইডি, সিবিআই-র কাছে যদি সব প্রমাণ থাকে তাহলে অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করা হচ্ছে না কেন? পুজোর আগে তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ না করলে কেন্দ্রীয় সংস্থার দপ্তর অভিযান করবো।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন