CPIM: তৃণমূলের 'ব্রিগেড চলো'র দিনই উত্তর থেকে দক্ষিণে ১০ বড় সমাবেশের ডাক সিপিআই(এম)-র

People's Reporter: সন্দেশখালি থেকে শুরু করে শাসক দলের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সেই সমাবেশের ডাক দিয়েছে বামেরা।
CPIM: তৃণমূলের 'ব্রিগেড চলো'র দিনই উত্তর থেকে দক্ষিণে ১০ বড় সমাবেশের ডাক সিপিআই(এম)-র
ছবি - নিজস্ব

১০ মার্চ রাজ্যে ১০টি সমাবেশের ডাক দিল সিপিআই(এম)। বুধবার সিপিআইএম-র রাজ্য সম্পাদক মণ্ডলীর সভায় এমনই সিদ্ধান্ত হয়েছে বলেই জানা যাচ্ছে। সন্দেশখালি থেকে শুরু করে শাসক দলের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সেই সমাবেশের ডাক দিয়েছে বামেরা।

১০ মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশ রয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই সভা ডেকেছে রাজ্যের শাসকদল। সভার নাম দেওয়া হয়েছে 'জনগর্জন সভা'। ওই দিনই রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে ১০টি সমাবেশ করবে সিপিআই(এম)। গতকাল সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, নিরাপদ সর্দারের গ্রেফতারি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রাজ্যের সাধারণ মানুষের ওপর পুলিশ কী অত্যাচার চালায়। তৃণমূল গোটা রাজ্যটাকে দুর্নীতিগ্রস্ত করে তুলেছে। আগামী ১ মার্চ থেকে রাজ্যের শহর থেকে গ্রাম সর্বত্র প্রচার চলবে। তুলে ধরা হবে সাধারণ মানুষের যন্ত্রণার কথা।

তিনি আরও জানান, ১০ মার্চ পর্যন্ত প্রচার অভিযান চলবে। শেষদিনে ১০টি বড় সমাবেশ করা হবে। রাজ্যের সমস্ত প্রতিবাদী মানুষ সমাবেশে যোগ দেবেন। তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে মানুষ। শুধু সন্দেশখালি নয়। রাজ্যের সমস্ত জায়গাতেই সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে শাহজাহানদের মতো সমাজবিরোধীরা।

তবে ঠিক কোনো অঞ্চলে এই সমাবেশ হবে তা এখনও জানা যায়নি। সূত্র মারফত জানা যাচ্ছে, বিভিন্ন লোকসভা অঞ্চলকে টার্গেট করেই সমাবেশ করতে চলেছে সিপিআই(এম)। তৃণমূলের ব্রিগেডের দিনই সমাবেশের ডাক দিয়ে সিপিআই(এম) বুঝিয়ে দিচ্ছে লোকসভা নির্বাচনে লড়ার জন্য এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় তারা।

উল্লেখ্য, বুধবার রাতে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহাকুমা আদালত।

CPIM: তৃণমূলের 'ব্রিগেড চলো'র দিনই উত্তর থেকে দক্ষিণে ১০ বড় সমাবেশের ডাক সিপিআই(এম)-র
Sandeshkhali: ১০ দিনের পুলিশি হেফাজত শাহজাহানের, 'অভিষেকের সৌজন্যে' গ্রেফতার দাবি শাসক দলের
CPIM: তৃণমূলের 'ব্রিগেড চলো'র দিনই উত্তর থেকে দক্ষিণে ১০ বড় সমাবেশের ডাক সিপিআই(এম)-র
Hooghly: হুগলিতে বিজেপির তিন বিকল্প প্রার্থীর নামে দেওয়াল লিখন, তালিকায় নেই লকেট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in