
সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ শহরতলিতে। সপ্তাহের প্রথম দিনে এই বৃষ্টির ফলে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন। বৃষ্টির কারণে টানেলে জল জমে যাওয়ায় বিঘ্নিত মেট্রো পরিষেবা। সকাল পৌনে ৯টা থেকে মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পাঁচটি স্টেশনে পরিষেবা বন্ধ রয়েছে। আপাতত ঘুরপথেই চলছে পরিষেবা।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আপ লাইনে জল জমে থাকার দরুণ ট্রেন এগানো সম্ভব হচ্ছে না। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত একাধিক মেট্রো বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আপাতত ময়দান থেকে কবি সুভাষ এবং দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত স্বাভাবিক রয়েছে মেট্রো পরিষেবা।
তবে এই পাঁচটি স্টেশনেই বহু নিত্যযাত্রী প্রতি দিন ওঠানামা করেন। যার জেরে ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। দ্রুত কর্মস্থলে পৌঁছাতে মেট্রো থেকে নেমে বাস বা ক্যাব ধরার চেষ্টা করছেন অনেকেই। কিন্তু ভিড়ের চাপে ময়দান স্টেশনে চলন্ত সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। বাসেও নেই জায়গা। যাত্রীদের অভিযোগ, অ্যাপ ক্যাবগুলিও এই সুযোগে দ্বিগুণেরও বেশি ভাড়া চাইছে। অনেক যাত্রীই আবার পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
এই পরিস্থিতিতেও বৃষ্টি নিয়ে সুখবর শোনাতে পারছে না আলিপুর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এদিকে বঙ্গোপসাগরে আবার নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি, সক্রিয় বর্ষার বাতাসও।
সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও রয়েছে একই পূর্বাভাস। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।
মঙ্গলবারও তিন জেলায় - দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে কিছু জেলায়। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে।
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী কয়েকদিন উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত জলপাইগুড়িতে এবং রবিবার পর্যন্ত আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাতে বিক্ষিওত বৃষ্টি চলবে।
আলিপুর জানাচ্ছে, বঙ্গের উপর থাকা উচ্চ ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের উপরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গ, ওড়িশা সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে। ১ জুলাই পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। আপাতত মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ২.৩ ডিগ্রি কম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন