‘বাংলায় এসে চপ ভাজুন’ - মিজোরাম দুর্ঘটনার পর পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, "কেন আপনারা বাইরে যাচ্ছেন? বাংলায় ফিরে আসুন। আপনার ঘরের সামনেই কাজ। রাজ্যে ফিরে চায়ের দোকান করুন। দোকানে চা, ঘুগনি, বিস্কুট, পাঁউরুটি রাখুন। সাথে চপও ভাজুন।"
মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জিছবি - মমতা ব্যানার্জির ফেসবুক পেজ

মিজোরামে ব্রিজ দুর্ঘটনার প্রসঙ্গ টেনে পরিযায়ী শ্রমিকদের চপ ভাজতে ও চায়ের দোকান করতে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর মতে রাজ্যে ওই ব্যবসাগুলি করলে শ্রমিকদের মৃত্যুর মুখে পড়তে হতো না। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

বুধবার মিলন মেলা প্রাঙ্গনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, "কেন আপনারা বাইরে যাচ্ছেন? বাংলায় ফিরে আসুন। আপনার ঘরের সামনেই কাজ। রাজ্যে ফিরে চায়ের দোকান করুন। দোকানে চা, ঘুগনি, বিস্কুট, পাঁউরুটি রাখুন। সাথে চপও ভাজুন। ৩-৪ জন কর্মচারী রাখুন। দেখবেন খুব সুন্দরভাবে আপনার দোকান চলছে। এর ফলে আপনাকে বাইরেও যেতে হবে না। পরিবারের থেকে দূরেও থাকতে হবে না।"

তিনি আরও বলেন, "আপনাদের জন্য (পরিযায়ী শ্রমিক) বাংলায় অনেক কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। সরকারের তরফ থেকে ৫ লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে। সেই লোন নিয়ে ব্যবসা শুরু করুন। বাংলার বাইরে আপনাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। ল্যাংচা হাব, তাঁতশিল্প এবং চর্মশিল্পেও আপনারা যোগ দিতে পারেন।"

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। তাদের দাবি, রাজ্যে কাজ নেই তাই শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে। শুধু বলে দিলেই তো হয় না যে বাংলায় ফিরে আসুক। বাংলায় শিল্পই তো নেই। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই বলে আসছেন চপ শিল্প করতে। চপ ভাজা খারাপ কাজ নয়। কিন্তু একটা রাজ্যের জন্য বৃহৎ শিল্পের প্রয়োজন হয়। সেটা কি উনি জানেন না?

প্রসঙ্গত, গতকাল সকাল ১১টা নাগাদ মিজোরামের সাইরাং এলাকায় ৩৫-৪০ জন শ্রমিক একটি নির্মীয়মাণ ওপর কাজ করছিলেন। ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা ছিল ৩৪০ মিটারেরও বেশি। আচমকাই সেতুটি ভেঙে পড়ে। ঘটনায় ২৬ জন শ্রমিকের মৃত্যু হয়। যার মধ্যে ২৩ জনই বাংলার। বেশিরভাগ শ্রমিক মালদহের রতুয়া থেকে গিয়েছিলেন ভিন রাজ্যে কাজ করতে। রেলপথে তাঁদের কফিনবন্দী দেহ ফিরিয়ে আনা হচ্ছে।

মমতা ব্যানার্জি
Mizoram: নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মৃত ২৬ শ্রমিক, অধিকাংশই বাংলার; রাজ্যের উপর ক্ষোভ উগরে দিলেন সেলিম
মমতা ব্যানার্জি
BRICS: ব্রিকস গোষ্ঠীর দেশে ডলারের বিকল্প মুদ্রার পক্ষে সওয়াল ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দ্য সিলভার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in