দেশে প্রতিদিন গণতন্ত্র হত্যা করা হচ্ছে, কেন্দ্রের 'সংবিধান হত্যা দিবস' পালনের চিঠিকে কটাক্ষ মমতার

People's Reporter: মমতা বলেন, ‘‘রেল, প্লেন সব তো বিক্রি করে দিয়েছেন। দেশটাকে বেচে দিয়েছেন। মানুষ এর উত্তর দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমাদের অধিকারে হস্তক্ষেপ করার জন্য় ধিক্কার জানাই"।
মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জিফাইল ছবি
Published on

আগামী ১ আগস্টের মধ্যে ১০০ দিনের কাজ শুরু করতে হবে পশ্চিমবঙ্গে। প্রয়োজনে রাজ্যকে শর্ত দিক, তবুও কাজ বন্ধ করা যাবে না। বুধবার কেন্দ্রকে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, "আগে বকেয়া টাকা দিন"।

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ১০০ দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা এই পিটিশন রিভিউ করব। আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন। আগে তো টাকা দিন। চার বছর হয়ে গেল। একটা পয়সাও দিচ্ছেন না। এটা জনগণের টাকা"।

তাঁর কথায়, ‘‘আমাদের নেতারা দিল্লিতে গিয়ে ধর্না দিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হল। কেন্দ্রীয় মন্ত্রী দেখাই করলেন না। অনেক অপমান করা হয়েছে আমাদের। টাকা আমরা সরকার থেকে দিয়েছি। আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে। যে দিন থেকে এই কাজ বন্ধ হয়েছে, সে দিন থেকে হিসাব করে টাকা দিতে হবে। আমাদের টাকা কেন অন্য রাজ্যকে দেওয়া হয়েছে? এটা তো অপরাধ।’’

কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘রেল, প্লেন সব তো বিক্রি করে দিয়েছেন। দেশটাকে বেচে দিয়েছেন। মানুষ এর উত্তর দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমাদের অধিকারে হস্তক্ষেপ করার জন্য় ধিক্কার জানাই। সমান্তরাল প্রশাসন তৈরির চেষ্টা করবেন না। রাজ্যের সরকার কিন্তু নির্বাচিত। রাজ্যপাল মনোনীত। অমিত শাহকে বাদ দিয়ে রাষ্ট্রপতি সব কিছু করলে সেটা মেনে নেবেন?’’

আগামী ২৫ জুন দেশে জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষ্যে 'সংবিধান হত্যা দিবস' পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। সেই মর্মে রাজ্য সরকারগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু মমতা জানান, ২৫ জুন এই দিবস পালনে তাঁর আপত্তি আছে।

মমতা বলেন, ‘‘দেশে তো প্রতি দিন গণতন্ত্র হত্যা করা হচ্ছে। প্রতি দিনই এই দিবস পালিত হওয়া উচিত। সংবিধান রোজ বদলানো হচ্ছে। পরিকল্পিত ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে"।

মমতা স্পষ্ট জানান তিনি সংবিধান হত্যা দিবস পালন করবেন না। তিনি বলেন, ‘‘ওরা ওদের মতো পালন করুক। আমরা সংবিধান হত্যা দিবস পালন করছি না। কারণ, তাহলে আমাদের রোজই এই দিবস পালন করতে হবে। প্রতি দিন এই দিবস পালিত হওয়া উচিত।’’ তাঁর প্রশ্ন, জরুরি অবস্থার ৫০ বছর ২০২৪ সালে পেরিয়ে গিয়েছে। ২০২৫ সালে কেন সেই দিবস পালন করা হচ্ছে?

নোটবন্দিতেও বহু মানুষ মারা গেছেন বলে দাবি করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘নোটবন্দির সময়েই গণতন্ত্র হত্যা করা হয়েছে। কত মানুষকে কত দিন ধরে লাইনে দাঁড়াতে হয়েছে নোট বদলানোর জন্য। কত মানুষ মারা গিয়েছেন! সেই দিনটাকে কেন ‘ব্ল্যাক মানি ডে’ বলে পালন করা হবে না?’’

পহেলগাঁও হামলা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পহেলগাঁও হামলার পর পার্লামেন্টে বিশেষ অধিবেশনের দাবি জানানো হয়েছিল। আমাদের দল থেকে পাঁচটি প্রশ্ন করা হয়েছিল। একটাও উত্তর আসেনি। সন্ত্রাসবিরোধী দিবস একটাও পালন করেছেন আজ পর্যন্ত? এত তো হামলা হয়েছে"।

আমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে মমতা বলেন, ‘‘বিমান দুর্ঘটনায় কত মানুষ মারা গেলেন। একটা ঘটনা ঘটতেই পারে। কিন্তু পূর্ব পরিকল্পিত ঘটনা হলে তা নিয়ে ভাবা উচিত। অহমদাবাদের ঘটনার তদন্ত করাচ্ছেন আমলাদের দিয়ে। আমাদের সময়ে এই ধরনের তদন্তের জন্য রেলওয়ে সেফ্‌টি রিভিউ কমিটি থাকত। তারা তদন্ত করত। বিমানের ক্ষেত্রেও এমন কমিটি থাকার কথা। এখনও একটাও এফআইআর হয়নি! ভেবে দেখেছেন? মানুষের নিরাপত্তা কোথায়?’’

অন্যদিকে, আগামী ২০ জুন 'বাংলা দিবস' পালন করা নিয়ে রাজ্যের সংস্কৃতি বিভাগকে চিঠি দিয়েছে উত্তরপ্রদেশের বিশেষ সচিব। এ নিয়ে মমতার প্রশ্ন, কে এই তারিখ ঠিক করে দিয়েছে? তিনি বলেন, ‘‘২০ জুন প্রতি রাজ্যের রাজভবনে বাংলা দিবস পালন করা হবে বলে ঠিক করা হয়েছে। এই তারিখ কী ভাবে ঠিক করা হল? বাংলা ভারতের সঙ্গে থাকবে এবং বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যাবে— এই মর্মে একটা আইন পাশ হয়েছিল ২০ জুন। আর দেশ স্বাধীন হয়েছে ১৫ অগস্ট। তার দু’মাস পর। বাংলার প্রতিষ্ঠা দিবস আপনারা ঠিক করে দেবেন? বিজেপি ইচ্ছা মতো চাপিয়ে দেবে? এটা বাংলাকে চরম অসম্মান বলে মনে করছি। বাংলা দিবস পালন করবে বাংলার সরকার। তা-ও ১ বৈশাখ"।

ওবিসি নিয়ে আদালতের নির্দেশ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘এটা চূড়ান্ত নির্দেশ নয়। কিছু নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল আমরা তা হাতে পেয়েছি। সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম আমরা। আমরা আদালতের নির্দেশ মেনেই কাজ করেছি। সিপিআইএম ও বিজেপি কখনওই চায় না ওবিসি সংরক্ষণ পাশ হোক। কারণ এটা তো গরিব মানুষের জন্য। যাঁরা সামাজিক ভাবে পিছিয়ে পড়েছেন, এটা তাঁদের জন্য। তাঁদের অধিকার আমরা কী ভাবে কাড়ব?’’

মমতা ব্যানার্জি
TMC: দিল্লির ব্যবসায়ীকে অপহরণ করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি! ধৃত ২ তৃণমূল নেতা সহ ৩

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in