

এসএসসি দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব করলো সিবিআই। আজ বেলা ১১ টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। যদিও আজ তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এদিন সিবিআইয়ের নোটিশ যাওয়ার আগেই তাঁর বাড়িতে উপস্থিত হন তাঁর আইনজীবিরা।
এসএসসি দুর্নীতি মামলায় এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীকে তলব করলো সিবিআই। এর আগে গত বুধবার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন