SSC দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব করলো CBI

পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
Published on

এসএসসি দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব করলো সিবিআই। আজ বেলা ১১ টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। যদিও আজ তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এদিন সিবিআইয়ের নোটিশ যাওয়ার আগেই তাঁর বাড়িতে উপস্থিত হন তাঁর আইনজীবিরা।

এসএসসি দুর্নীতি মামলায় এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীকে তলব করলো সিবিআই। এর আগে গত বুধবার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।

পার্থ চট্টোপাধ্যায়
TMC: স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির পাশাপাশি CBI-র নজরে এবার তিন তৃণমূল নেতার সম্পত্তি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in