পুরো নিয়োগই খারিজ করে দিতে পারে হাইকোর্ট! SSC-র চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি মান্থার

বিচারপতি মান্থা বলেন, ‘বলতে কোনও দ্বিধা নেই যে, একটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে কমিশন। কমিশনের প্রত্যেকটি পদক্ষেপ সন্দেহজনক। এ ক্ষেত্রে পুরো নিয়োগই খারিজ করে দিতে পারে আদালত।'
SSC-র চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি মান্থার
SSC-র চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি মান্থারগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

প্রায় ৮ মাস অতিক্রান্ত। হাই কোর্টের নির্দেশের পরেও একাদশ-দ্বাদশ শ্রেণির ৮৩ জন চাকরি প্রার্থীকে নাম্বার দেয়নি স্কুল সার্ভিস কমিশন (SSC)। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী শুক্রবার এসএসসির চেয়ারম্যানকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার, এক মামলার শুনানিতে বিচারপতি মান্থা বলেন, ‘এসএসসি কি কোর্টের সঙ্গে খেলা করছে? নিজেরা নিয়োগ করছে। আর নিজেরাই ভুল করছে। এমনকি আদালত নির্দেশ দেওয়ার পরও কার্যকর করা হচ্ছে না। এটা কি পরিকল্পিত?’

এসএসসিকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘বলতে কোনও দ্বিধা নেই যে, একটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে কমিশন। কমিশনের প্রত্যেকটি পদক্ষেপ সন্দেহজনক। এ ক্ষেত্রে পুরো নিয়োগই খারিজ করে দিতে পারে আদালত। আদালতের নির্দেশের উপর এ ভাবে চালাকি করলে কড়া পদক্ষেপ করতে বাধ্য হতে হবে।’

জানা যাচ্ছে, আদালতের নির্দেশের পরেও কেন তা মানা হয়নি, এসএসসির চেয়ারম্যানের কাছে তা জানতে চাইবে আদালত।

২০১১ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাঠ্যসূচির (সিলেবাস) বাইরে থেকে প্রশ্ন এসেছে অভিযোগ তুলে ৮৩ জন মামলা করেন। মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী শামিম আহমেদ। গত বছর জুন মাসে মামলাকারীদের নম্বর দিতে নির্দেশ দেয় হাই কোর্ট। কিন্তু সেই নির্দেশ এখনও মানা হয়নি বলে অভিযোগ। সেই প্রেক্ষিতেই এদিন এই মন্তব্য করেছেন বিচারপতি মান্থা।

SSC-র চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি মান্থার
Recruitment Scam: ‘আপনারা কি তদন্ত করতে জানেন না?’ ফের আদালতের ভর্ৎসনার মুখে CBI
SSC-র চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি মান্থার
হাওয়া বদল! প্রায় ১৬ বছর পর নন্দীগ্রামে ‘গণশক্তি’র বোর্ড লাগালো সিপিআই(এম)
SSC-র চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি মান্থার
প্রধানমন্ত্রী মোদী নোবেল শান্তি পুরষ্কারের দাবিদার - 'ভুয়ো খবর' জানালেন নোবেল কমিটির সদস্য

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in