

বর্ধমানের খন্ডঘোষের এক নাবালিকা গত সাত মাস ধরে নিখোঁজ। সিআইডি তদন্তের পরেও খোঁজ মেলেনি নাবালিকা মেয়েটির। অবশেষে ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের পর্যবেক্ষণ, গোটা ঘটনায় রাজ্য পুলিশের গাফিলতি রয়েছে। আগামী ১৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
নাবালিকা নিখোঁজ মামলায় শাসকদলের বিধায়কদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই মামলার তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। পুলিশের হাতে মামলা থাকাকালীন দু’জন গ্রেফতার হয়েছিল। কিন্তু ৯০ দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় পরের দিনই জামিন পেয়ে যায় দুই ধৃত। এরপর আদালতের পক্ষ থেকে গত ১৫ জানুয়ারি সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।
অভিযোগ ওঠে, জামিন পেয়ে যাওয়া ওই দু’জন স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ। গোটা ঘটনায় শাসকদলের প্রভাবশালীদের হাত দেখছেন অভিযোগকারীরা। সিআইডি মামলা হাতে নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কয়েক জনকে কেবল জিজ্ঞাসাবাদ করেছে, এর থেকে বেশি কোনও পদক্ষেপ নেয়নি।
হাইকোর্টের পর্যবেক্ষণ, ওই নাবালিকাকে ভিন রাজ্যে বা অন্য দেশে পাচার করে দেওয়া হতে পারে। সেটাও সিবিআই তদন্ত করবে বলে নির্দেশ আদালতের। আগামী ১৩ মার্চ মামলার পরবর্তী শুনানি। সে দিন সিবিআইকে তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে হাই কোর্টে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন