কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্টফাইল ছবি সংগৃহীত

WB: রাজ্যের মুখ্যসচিবকে নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট, কেন?

People's Reporter: বিচারপতির মন্তব্য, “উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানে এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠলে সেটা আইনের এবং জনগণের বিশ্বাসের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলে।“

এবার রাজ্যের মুখ্যসচিবকে নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি জয়মাল্য বাগচী মুখ্যসচিবকে এই নোটিশ জারি করেছেন।

যেকোনও সরকারি আধিকারীকরদের গ্রেফতারির পর, তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে মুখ্যসচিবের অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন চেয়েছিল সিবিআই। তবে এখনও পর্যন্ত মুখ্যসচিবের থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি।

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী রাজ্যের মুখ্যসচীবের কাছে নোটিশ জারি করে জানতে চেয়েছেন, অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত কত দিনের মধ্যে নেওয়া সম্ভব। আগামী ৩ এপ্রিল মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছে আদালত।

বিচারপতির মন্তব্য, “উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানে এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠলে সেটা আইনের এবং জনগণের বিশ্বাসের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলে।“ তিনি আরও বলেন, “আর্থিক দুর্নীতির গুরত্ব শুধুমাত্র সাজার মেয়াদ থেকে বোঝা যায় না। প্রশাসনিক ব্যবস্থা, মানুষের আস্থা এবং সমাজের ওপর এর একটা সুদূরপ্রসারী প্রভাব আছে।“

বিচারপতি বাগচী বলেন, “সৎ সরকারি আধিকারিকদের তদন্তের নামে হয়রানি থেকে রক্ষা করার জন্যই অনুমতি গ্রহণের এই নিয়ম বা আইন রয়েছে। কিন্তু যেখানে আদালতের নির্দেশে বা নজরদারিতে তদন্ত হচ্ছে, সেখানে সেই তদন্ত হয়রানির জন্য করা হচ্ছে প্রাথমিকভাবে সেটা বলা যায় না।“ তিনি আরও জানিয়েছেন, “অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া একটা স্বয়ংক্রিয় পদ্ধতি। এতে দেরি হওয়াটা দুঃখের বিষয়।“

কলকাতা হাইকোর্ট
Chandranath Sinha: নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে হানা ইডির
কলকাতা হাইকোর্ট
CAA: সিএএ আতঙ্কে আত্মঘাতী কলকাতার যুবক! মোদী সরকারকে আক্রমণ তৃণমূলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in