
রাজ্য সরকারের আইনজীবীদের নতুন প্যানেল নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতির পর্যবেক্ষণ, প্রয়োজনে কয়েকজন আইনজীবীকে বাদ দেওয়ার সুপারিশ করা হবে। এমনকি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের হস্তক্ষেপের কথাও জানান তিনি।
কলকাতা হাইকোর্টে বিচারপতি বসুর এজলাসে সম্প্রতি একটি মামলার শুনানি ছিল। সেই মামলায় উপস্থিত ছিলেন না রাজ্যের আইনজীবী। এমনকি পরে একজন আইনজীবী উপস্থিত হলেও, তিনি মামলা সম্পর্কে অবহিত নন। এরপরে নতুন প্যানেল নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি বসুর পর্যবেক্ষণ, রাজ্যের আইনজীবীদের মামলা লড়ার সদিচ্ছাই চলে গেছে। গুরুত্বপূর্ণ মামলাতে উপস্থিত হন না আইনজীবীরা, অনেকে আবার মামলা পড়েও আসেন না। বিচারপতি বসু সতর্ক করে বলেন, ওই আইনজীবীদের রাজ্যের প্যানেল থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হবে।
বিচারপতি বসু বলেন, “রাজ্যের প্যানেলের কয়েক জন আইনজীবীকে চিনতেই পারছি না। অনেককে হাই কোর্টে প্রথম বার দেখছি। এখন আলিপুর কোর্ট থেকে আইনজীবীদের নিয়ে এসে প্যানেলে জায়গা দেওয়া হয়। ফলে যা হওয়ার তা-ই হচ্ছে”। তিনি আরও বলেন, “ওই আইনজীবীদের রাজ্যের প্যানেল থেকে টাটা করতে সুপারিশ করব”। রাজ্যের কৌঁসুলি (জিপি) যাতে পুরো বিষয়টি নজর দেন সেকথাও জানান বিচারপতি বসু। প্রয়োজনে আইনমন্ত্রীর কাছে সরকারি আইনজীবীদের প্যানেলটি পাঠানোর কথাও বলেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য সরকারের আইনজীবীদের প্যানেলে কিছু পরিবর্তন করা হয়েছে। পুরানো কিছু আইনজীবীদের জায়গায় নেওয়া হয়েছে কয়েকজন নতুন আইনজীবীদের। আর তাঁদের ভূমিকা নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন