রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে ছুটি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সুকান্ত মজুমদারের
গ্রাফিক্স - আকাশ

রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে ছুটি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সুকান্ত মজুমদারের

People's Reporter: ‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষ্যে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছুটি ঘোষণা করেছেন রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে।
Published on

আগামী সোমবার রামমন্দির উদ্বোধন। সেইদিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে মোদী সরকার। এবার রাজ্যেও ওইদিন ছুটি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি পাঠালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, যাতে রাজ্যের মানুষ ভার্চুয়ালি রামমন্দির উদ্বোধন দেখতে পারেন।

শুক্রবার মুখ্যমন্ত্রীর কাছে ছুটির আবেদন জানিয়ে চিঠি পাঠান সুকান্ত। এদিন নিজের এক্স হ্যাণ্ডেলে সুকান্ত সেই চিঠির কপি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, “আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে অনুরোধ জানাচ্ছি, আগামী ২২ জানুয়ারি রাজ্যের সমস্ত স্কুলগুলিতে তিনি যেন ছুটি ঘোষণা করেন। যাতে আমাদের রাজ্যের যুবক-যুবতীরা রামমন্দির উদ্বোধন উপভোগ করতে পারে।“

তিনি লেখেন, “আমরা মনে করি রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে রাজ্যের মানুষকেও উৎসবে অংশ নেওয়ার অনুমতি দেওয়া উচিত। তাই আমরা আপনাকে আনুষ্ঠানিকভাবে দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করার অনুরোধ করছি।”

রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। সোমবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত গোটা উদ্বোধন টেলিভিশনে সম্প্রচার করা হবে। পাশাপাশি ইউটিউবেও সম্প্রচারিত হবে গোটা অনুষ্ঠানটি। যাতে দেশের মানুষ সেই অনুষ্ঠানটি দেখতে পারে তাই অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।

‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষ্যে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছুটি ঘোষণা করেছেন রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে। পাশাপাশি, ওই দিন কেন্দ্রীয় সরকারী প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি (RRBs) অর্ধদিবসের জন্য বন্ধ থাকবে। প্রতিবেশী আসাম, গোয়া এবং ওড়িশা সহ বেশ কয়েকটি রাজ্যও পূর্ণদিবস ও অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। উত্তরাখণ্ড, ছত্তীসগঢ়, অসম, হরিয়ানাতে প্রাণপ্রতিষ্ঠার দিন মদের দোকান বন্ধ থাকছে।

প্রসঙ্গত, ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ‘সংহতি মিছিলের’ ডাক দিয়েছেন। যা কলকাতার হাজরা মোড় থেকে পার্ক সার্কাস অবধি হবে। এরপর পার্ক সার্কাসে সভাও করবেন মুখ্যমন্ত্রী। মিছিল শুরুর আগে কালিঘাটে যাওয়া হবে বলেও জানান মমতা।

রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে ছুটি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সুকান্ত মজুমদারের
Primary Teacher: হুগলিতে হইচই! মৃতদেরও নিয়োগপত্র! প্রাথমিকে চাকরি পেলেন ৬২ জন ষাটোর্দ্ধ ব্যক্তিও
রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে ছুটি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সুকান্ত মজুমদারের
Mahua Moitra: কেন্দ্রীয় দল এসে পৌঁছাতেই দিল্লীতে সরকারি বাংলো খালি করলেন বহিষ্কৃত সাংসদ
রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে ছুটি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সুকান্ত মজুমদারের
WB: ২২ জানুয়ারি রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে কী ব্যবস্থা, নবান্নকে চিঠি দিয়ে জানতে চাইলেন বোস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in