
এবার রাজ্যের আইনশৃঙ্খলার নিয়ে কথা বলতে গিয়ে কুরুচিকর মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সুকান্ত মজুমদার একজন অধ্যাপক। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে। এরকম একজনের এহেন মন্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই বিষয়টিকে হাতিয়ার করে পথে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। সুকান্ত মজুমদারের কড়া সমালোচনা করেছেন তাঁরা।
সম্প্রতি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশকে আক্রমণ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভবানীপুরে গাড়িতে বসে পুলিশের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, "আপনারা আইনটাকে না সোনাগাছির সে* ওয়ার্কারে পরিণত করেছেন, পশ্চিমবঙ্গের আইনটাকে"। যার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক।
সুকান্ত মন্তব্যের এই ভিডিও সমাজ মাধ্যমে পোষ্ট করেছে তৃণমূল। শাসক দলের পক্ষ থেকে কটাক্ষ করে সেখানে লেখা হয়েছে, "এটা একজন জনপ্রতিনিধির ভাষা? বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার যে ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত ঘৃণ্য এবং নিম্নরুচির। পুলিশকে অপমান করতে গিয়ে উনি যৌনকর্মীদের কাজকে শুধু বিদ্রুপই করলেন না, বিজেপি-র মানসিকতাকেও তুলে ধরলেন। এটা শুধু নারীবিদ্বেষ নয়, রাজনীতির নামে নোংরামি। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ক্ষমা চান সুকান্ত মজুমদার"।
সুকান্তের সেই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি বলেন, "সুকান্ত সোনাগাছির সে** ওয়ার্কার বলে চিৎকার করে অপমান করছেন। তাঁদের নিম্নমানের দৃষ্টিতে দেখে রাজনৈতিক তুলনা টেনে, বিকৃত বিবৃতি দিলেন। এই মা-বোনেদের কাছে ক্ষমা চাইতে হবে ওঁকে। সোনাগাছির সে** ওয়ার্কার! মানে বোঝেন? কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, কতটা অশ্রু, কতটা লড়াই থাকে। আপনি কোন যুগে বাস করেন? মধ্যযুগে? এটাই বিজেপি-র দৃষ্টিভঙ্গি। সোনাগাছির মা-বোনেরা একটা পেশায় আছেন। আপনাকে কে অধিকার দিল ওই মা-বোনেদের অপমান করার? সুকান্ত মজুমদারকে সোনাগাছির যৌন**দের উদ্দেশে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন