Bally Bridge: ১০০ ঘন্টা বন্ধ বালি ব্রিজ! ঘুরপথে চলবে বাস, চরম বিপাকে নিত্যযাত্রীরা

People's Reporter: প্রশাসনের তরফে জানানো হয়েছে, রেললাইনে কাজের জন্য ব্রিজের একাংশ বন্ধ থাকবে চারদিন। এরফলে বালি ব্রিজের একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে।
১০০ ঘন্টা বন্ধ বালি ব্রিজ
১০০ ঘন্টা বন্ধ বালি ব্রিজছবি - সংগৃহীত
Published on

শিয়ালদহ-ডানকুনি শাখায় বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মধ্যে সিসিআর-১৫ সেতুর গার্ডার বদল। যার জেরে ২২ জানুয়ারি রাত ১২ টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪ টে পর্যন্ত বন্ধ থাকবে বালি ব্রিজে যান চলাচল। ডানকুনিগামী বাস বা যে কোনও গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অঞ্চল থেকে কলকাতায় আসার অন্যতম রাস্তা এই বালি ব্রিজ। টানা ৪ দিন বন্ধ থাকায় চরম অসুবিধায় পড়তে চলেছেন সাধারণ মানুষ।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, রেললাইনে কাজের জন্য ব্রিজের একাংশ বন্ধ থাকবে চারদিন। এর ফলে বালি ব্রিজের একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে। কিন্তু কলকাতা থেকে বালি হল্ট হয়ে বোম্বে রোড, দিল্লি রোডগামী বাস বা গাড়ি যেতে পারবে না। সেক্ষেত্রে বাসগুলি বিকল্প পথ হিসেবে নিবেদিতা সেতু হয়ে যাবে। তবে বাসের কোনও টোলট্যাক্স লাগবে না বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে।

শুক্রবার এ নিয়ে পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বাস মালিকরা। এরপর শনিবার পরিবহন ভবনে এবিষয়ে ফের বৈঠক হয়। সেখানে রেল, পুলিশ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পরিবহন দফতরের কর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বালিহল্টে যাত্রীদের ওঠা-নামার জন্য নিবেদিতা সেতুর মাঝেই একটি জায়গা করা হবে বলে ঠিক হয়েছে। বাস থেকে নেমে যাত্রীরা যাতে হাওড়া লাইনের ট্রেন ধরতে পারেন সেই ব্যবস্থা করা হবে।    

১০০ ঘন্টা বন্ধ বালি ব্রিজ
শিয়ালদহ-ডানকুনি শাখায় সেতুর কাজ, ৪ দিন বাতিল একগুচ্ছ লোকাল ও দূরপাল্লা ট্রেন! ভোগান্তিতে যাত্রীরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in