শিয়ালদহ-ডানকুনি শাখায় সেতুর কাজ, ৪ দিন বাতিল একগুচ্ছ লোকাল ও দূরপাল্লা ট্রেন! ভোগান্তিতে যাত্রীরা

People's Reporter: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ-ডানকুনি শাখায় বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মধ্যে সেতুর গার্ডার বদলের জন্য ওই শাখায় নির্দিষ্ট অংশে টানা ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

ফের বাতিল ট্রেন। ফলে ভোগান্তি নিত্যযাত্রীদের। আগামী ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত শিয়ালদহ শাখার একাগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সঙ্গে বাতিল থাকছে বেশ কিছু দূরপাল্লা ট্রেনও। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ-ডানকুনি শাখায় বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মধ্যে সিসিআর-১৫ সেতুর গার্ডার বদলের জন্য ওই শাখায় নির্দিষ্ট অংশে টানা ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে।

২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত বাতিল থাকছে সবথেকে বেশি সংখ্যক লোকাল ট্রেন। বাতিল থাকছে…

শিয়ালদহ-ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219, 32221, 32223, 32225, 32227, 32229, 32231, 32233, 32233,3223,3223,3235 32241, 32243, 32245, 32247, 32249, ডাউন 32212, 32214, 32216, 32218, 32220, 32222, 32224, 32226, 32231, 32232, 32234, 32236, 32238, 32240, 32242, 32246, 32248, 32250, 32252

শিয়ালদহ-বারুইপাড়া: আপ 32411, 32413, ডাউন 32412, 32414

শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: আপ 31317, 31333, 31339, ডাউন 31318, 31332, 31338

শিয়ালদহ-মধ্যমগ্রাম: আপ 33421, ডাউন 33422

শিয়ালদহ-বর্ধমান: আপ 31151, ডাউন 31152

শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট: আপ 33411, ডাউন 33412

শিয়ালদহ-দত্তপুকুর: আপ 33621, ডাউন 33628

নৈহাটি-ব্যান্ডেল: আপ 37535, 37537, 37545, 37529, 37521, 37523, 37555, 37557, ডাউন 37538, 37540, 37548, 37535, 37556, 37558 

২৭ তারিখ সোমবার বাতিল থাকছে শিয়ালদহ-ডানকুনি আপ 32211, 32213, ডাউন 32212, 32214।

দূরপাল্লা ট্রেন বাতিলের তালিকাঃ

২১ জানুয়ারি: 12359 কলকাতা-পাটনা গরিব রথ এক্সপ্রেস 

২২ জানুয়ারি: 13179 শিয়ালদা-সিউরি এক্সপ্রেস, 13161 কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস।

২৩ জানুয়ারিঃ

·        13179 শিয়ালদা-সিউরি এক্সপ্রেস

·        13161 কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস

·        13180 সিউরি-শিয়ালদা এক্সপ্রেস

·        13162 বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস

·        15234 দারভাঙ্গা-কলকাতা মৈথিলি এক্সপ্রেস

·        15233 কলকাতা-দারভাঙ্গা মৈথিলি এক্সপ্রেস

·        13177 শিয়ালদা-জঙ্গিপুর রোড এক্সপ্রেস

·        13178 জঙ্গিপুর রোড-শিয়ালদা এক্সপ্রেস

·        12359 কলকাতা-পাটনা গরিব রথ এক্সপ্রেস

·        12360 পাটনা-কলকাতা গরিব রথ এক্সপ্রেস

·        12363 কলকাতা-হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস

·        12383 শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস

·        12384 আসানসোল-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস

২৬ জানুয়ারি:

·         13179 শিয়ালদহ-সিউরি এক্সপ্রেস

·         13180 সিউরি-শিয়ালদহ এক্সপ্রেস

·         13161 কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস

·         12364 হলদিবাড়ি-কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস

২৭ জানুয়ারিঃ

·         13180 সিউরি-শিয়ালদহ এক্সপ্রেস

·         12360 পাটনা-কলকাতা গরীব রথ এক্সপ্রেস

·         13162 বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস

এছাড়া বেশ কিছু দূরপাল্লা ট্রেনের যাত্রাপথ দমদম-নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হছে। একই সঙ্গে বেশ কিছু দূরপাল্লা ট্রেন শিয়ালদহের বদলে ছাড়বে হাওড়া দিয়ে। একইসঙ্গে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের শিয়ালদহ শাখায় নৈহাটিতে স্টপেজ দেওয়ার কথা ছিল। কিন্তু, তার বদলে সেগুলি দাঁড়াবে হাওড়া ডিভিশিনের কামারকুন্ডুতে।

উল্লেখ্য, ব্রিটিশ আমলে তৈরি শিয়ালদহ-ডানকুনি শাখায় বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মধ্যে সিসিআর-১৫ সেতুর গার্ডার বদলের ১০০ ঘন্টা সময় নেওয়া হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in