Recruitment Scam: পুর-দুর্নীতিতে ইডির র‍্যাডারে এবারে দেড় হাজার চাকরি! নিয়োগ অবৈধ, দাবি সংস্থার

People's Reporter: কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, ওই সমস্ত চাকরি প্রাপকরাই অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের মাধ্যমে চাকরি পেয়েছিলেন।
Recruitment Scam: পুর-দুর্নীতিতে ইডির র‍্যাডারে এবারে দেড় হাজার চাকরি! নিয়োগ অবৈধ, দাবি সংস্থার
ফাইল চিত্র - সংগৃহীত

২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে রাজ্যের বিভিন্ন পুরসভায় চাকরি পাওয়া প্রায় দেড় হাজার কর্মীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করল ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন পুরসভায় চাকরিপ্রাপ্ত প্রায় ১৫০০ কর্মীর নাম উঠে এসেছে সংস্থার তদন্তে। এই সব নিয়োগগুলোই অবৈধ উপায়ে হয়েছে বলে মনে করছে ইডি।

এঁদের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ইডির তরফে। কীভাবে তাঁরা চাকরি পেয়েছেন, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কি না, তাঁদের নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের কোনও ভূমিকা রয়েছে কি না, সেইসব খতিয়ে দেখা হচ্ছে।

গত মার্চ মাসে শিক্ষক দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তের সূত্রে ধৃত অয়ন শীলের ABS ইনফোজোনের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। সেখান থেকে শিক্ষক নিয়োগের পাশাপাশি পুরসভা নিয়োগেও দুর্নীতি প্রকাশ্যে আসে। পাহাড়প্রমাণ তথ্য উদ্ধার করে ইডি। ইডি ও সিবিআই এরপর শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতির তদন্তও শুরু করে।

ইতিমধ্যেই এই দুর্নীতির তদন্তের স্বার্থে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলী, নদিয়া ও পুরুলিয়ার মোট ১৫টি পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছেন ইডির আধিকারিকরা। সেখান থেকেই গোয়েন্দা সংস্থার র‍্যাডারে প্রায় দেড় হাজার পুরকর্মীর নাম ধরা পড়েছে। সূত্রে জানা গিয়েছে, অয়ন শীলের অফিস থেকে চাকরিপ্রার্থীদের যে তালিকা পাওয়া গিয়েছে, সেই তালিকার সঙ্গে ইডির প্রাপ্ত দেড় হাজার নামের তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে দাবি করা হয়েছে, ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে চাকরিপ্রাপ্ত ওই দেড় হাজার পুরকর্মীর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম দেখা গিয়েছে।

কেন্দ্রীয় সংস্থা সূত্রে আরও দাবি করা হয়েছে, ওই সমস্ত চাকরি প্রাপকরা অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের মাধ্যমে চাকরি পেয়েছিলেন। এই নিয়োগের প্রক্রিয়ায় ABS ইনফোজোনের ঠিক কতটা ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও OMR শিটে কোনওরকম কারচুপি হয়েছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রে খবর, আগামী দিনে ওই দেড় হাজার চাকরিপ্রার্থীকে তলব করা হবে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Recruitment Scam: পুর-দুর্নীতিতে ইডির র‍্যাডারে এবারে দেড় হাজার চাকরি! নিয়োগ অবৈধ, দাবি সংস্থার
একসঙ্গে দুই পদে থেকে কি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন? ডেঙ্গু ইস্যুতে রাজ্যপালের নিশানায় ফিরহাদ
Recruitment Scam: পুর-দুর্নীতিতে ইডির র‍্যাডারে এবারে দেড় হাজার চাকরি! নিয়োগ অবৈধ, দাবি সংস্থার
Iman Chakraborty: 'ভাগাড়ে পরিণত হয়েছে' - বাড়ির সামনে আবর্জনা নিয়ে বালি পুরসভাকে নিশানা ইমনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in