জায়গা দেওয়া হয়নি কলকাতা বইমেলায়! হাইকোর্টের দ্বারস্থ এপিডিআর, মামলার অনুমতি বিচারপতি সিনহার

People's Reporter: বইমেলায় বাংলাদেশের নাম দেশের তালিকায় না থাকায় গিল্ডের সমালোচনা করেছিল এপিডিআর। তাদের অভিযোগ, বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে সমালোচনা সহ্য হয়নি তাদের। তাই এপিডিআরকে জায়গা দেয়নি গিল্ড।
গিল্ডের বিরুদ্ধে হাইকোর্টের এপিডিআর
গিল্ডের বিরুদ্ধে হাইকোর্টের এপিডিআরছবি - সংগৃহীত
Published on

চলতি বছর কলকাতা বইমেলায় স্টল করার অনুমতি পায়নি গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর। বইমেলা আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এপিডিআর। বুধবার মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ জানুয়ারি এই মামলার শুনানি।

প্রতি বছর বইমেলায় এপিডিআরকে স্টল দেওয়ার জায়গা দেয় গিল্ড। তবে এবছর দেওয়া হয়নি অনুমতি। কেন স্টল দেওয়ার অনুমতি দেওয়া হল না, সেই নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এপিডিআর। আদালতে তাদের আবেদন, স্টল বন্টনে স্বচ্ছতা দেখাচ্ছে না গিল্ড। এমনকি যত দিন তাদের স্টল করার অনুমতি না দেওয়া হয়, ততদিন গিল্ডের স্টল বন্টন স্থগিত রাখার দাবি জানিয়েছে তারা।

এই আবেদন জানিয়ে এপিডিআরের আইনজীবী ঝুমা সেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার দায়েরের অনুমতি চান। দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন তিনি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী ১০ জানুয়ারি এই মামলার শুনানি।

প্রসঙ্গত, চলতি বছর ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। এবারের বইমেলায় অনিশ্চিত বাংলাদেশ। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক না হলে বাংলাদেশের পক্ষে আসা সম্ভব নয়, এমনই জানিয়েছেন গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। তাঁর আরও স্পষ্ট মন্তব্য, কেন্দ্র সরকার যদি এই নিয়ে কোনও নির্দেশ না দেয়, তাহলে বাংলাদেশকে অংশগ্রহণ করতে বলার প্রশ্নই উঠে না। তবে বাংলাদেশ প্যাভিলিয়নের জায়গা ফাঁকা পড়ে থাকবে না।

চলতি বইমেলায় বাংলাদেশের নাম দেশের তালিকায় না থাকায় গিল্ডের সমালোচনা করেছিল এপিডিআর। তাদের অভিযোগ, বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে সমালোচনা সহ্য হয়নি তাদের। তাই এপিডিআরকে জায়গা দেয়নি গিল্ড।

গিল্ডের বিরুদ্ধে হাইকোর্টের এপিডিআর
ISRO: ইসরোর নতুন চেয়ারম্যান খড়্গপুর আইআইটির প্রাক্তনী, জানুয়ারিতেই এস সোমনাথের জায়গায় দায়িত্ব নেবেন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in