
আর তিন দিন পরেই নতুন বছর। বর্ষবরণের জন্য তৈরি কলকাতা। কিন্তু উৎসবের মরশুমে যাতে কলকাতায় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নজরে রাখতে আগে থেকে প্রস্তুত লালবাজার। শহর কলকাতায় মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ। বর্ষবরণে বিশেষ নজর থাকবে পার্ক স্ট্রিটের দিকে। এছাড়া, রাতেও মা উড়ালপুলে ছাড় দেওয়া হচ্ছে বাইক আরোহীদের।
শনিবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। এদিনের বৈঠকে বর্ষবরণের নিরাপত্তা পর্যালোচনা করে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানান তিনি। মনোজ বর্মা জানান, বর্ষবরণ উপলক্ষ্যে শহরের যে সমস্ত জায়গায় বেশি মানুষের যাতায়াত, যেমন – চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি জায়গায় বিশেষ নজরদারি থাকবে পুলিশের। মোতায়েন করা হচ্ছে পুলিশ।
এছাড়া সকলকে নিরাপত্তার কথা মাথায় রেখে উৎসব পালনের আর্জি জানিয়েছেন কমিশনার। তিনি জানান, বর্ষবরণে মহিলা এবং শিশুদের নিরাপত্তার দিকে বিশেষ করে নজর থাকবে। তাছাড়া, বয়স্ক, অসুস্থ বা অ্যাম্বুলেন্স যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর থাকবে পুলিশের। এছাড়া মত্ত অবস্থায় বেপোরোয়া ভাবে গাড়ি চালালে, পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মনোজ বর্মা।
কমিশনার জানান, উৎসবের মরশুমে শ্লীলতাহানি বা মহিলাদের উপর অভব্য ব্যবহারের অভিযোগের উপরও নজর রাখা হবে। নেওয়া হবে কড়া ব্যবস্থাও। ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি কলকাতায় সাড়ে চার হাজার পুলিশ কর্মী মোতায়েন রাখা হবে। পার্ক স্ট্রিট এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া অপরাধ দমন দলও থাকবে নিরাপত্তার দায়িত্বে।
শহরের ৫০ টি জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মা উড়ালপুলে রাতে বাইক আরোহীদের জন্য ছাড় দেওয়া হচ্ছে। তবে, অবশ্যই নজর থাকবে বেপোয়ারা গতির উপরে। উল্লেখ্য, আগে রাতে মা উড়ালপুলে উঠতে দেওয়া হত না বাইক আরোহীদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন