বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের বিতর্কিত মন্তব্য - হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিকাশ ভট্টাচার্যের

বিকাশ ভট্টাচার্য বলেন, "এক ভদ্রলোক এক নির্দিষ্ট বিচারপতির নির্দেশ নিয়ে অভিযোগ করেছেন, হাইকোর্ট সমাজ বিরোধীদের রক্ষাকবচ দিচ্ছে। আমার আবেদন, আদালত স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টি দেখুক।"
বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের বিতর্কিত মন্তব্য - হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিকাশ ভট্টাচার্যের
গ্রাফিক্স - আকাশ নেয়ে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আইনজীবীকে হলফনামা আকারে লিখিত অভিযোগ দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত।

সম্প্রতি বিচারব্যবস্থাকে নিশানা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি রাজাশেখর মান্থার নাম নিয়ে সরাসরি তাঁর বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। এই প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা করার আবেদন নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন সিপিআইএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

তবে নিজের আবেদনে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি আইনজীবী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তিনি জানান, "আদালতের গরিমা নিয়ে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এক ভদ্রলোক এক নির্দিষ্ট বিচারপতির নির্দেশ নিয়ে অভিযোগ করেছেন, হাইকোর্ট সমাজ বিরোধীদের রক্ষাকবচ দিচ্ছে, সমাজবিরোধীরা যাতে অবাধে ঘুরে বেড়াতে পারে সেই ব্যবস্থা করছে। তাঁর অভিযোগ হাই কোর্টের দিকে। আমার আবেদন, আদালত স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টি দেখুক।" 

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার এসএসকেএমে চিকিৎসাধীন ভোট-সংঘর্ষে আহত দলীয় কর্মীদের দেখতে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে বেরিয়ে হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানেই তিনি বলেন, বিচারপতি রাজাশেখর মান্থা সমাজবিরোধীদের রক্ষাকবচ দিচ্ছেন। এমন জাজমেন্ট দিচ্ছেন, শুভেন্দু আগামী দিনে অপকর্ম করলে ব্য়বস্থা নেওয়া যাবে না। 

অভিষেকের এই মন্তব্য়ের তীব্র সমালোচনা শুরু হয়েছে সর্বত্র। অভিষেকের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের বিতর্কিত মন্তব্য - হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিকাশ ভট্টাচার্যের
'ভাইপো হলে SSKM হাসপাতালেও মাইক বাজিয়ে সভা করা যায়?' - অভিষেককে তীব্র আক্রমণ সুজনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in