Durga Puja: পুজোর অনুদানের অডিট চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

People's Reporter: আদালতে জানানো হয়েছে, কোনো অডিট ছাড়াই এই টাকা দেওয়া হচ্ছে। মামলাকারীকে এ ব্যাপারে রাজ্যকে নোটিস দিতে বলেছে আদালত।
পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে দায়ের মামলা
পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে দায়ের মামলাফাইল ছবি
Published on

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ৮৫ হাজার টাকা প্রত্যাখান করেছে অনেক পুজো কমিটি। এই আবহে এবার অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আদালতে জানানো হয়েছে, কোনো অডিট ছাড়াই এই টাকা দেওয়া হচ্ছে। মামলাকারীকে এ ব্যাপারে রাজ্যকে নোটিস দিতে বলেছে আদালত।

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু করে। প্রথমে ২৫ হাজার টাকা দেওয়া হলেও করোনার সময়কাল থেকে অনুদান দ্বিগুণ করেছিল রাজ্য সরকার। এরপর ২০২৩ সালে ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। চলতি বছর দেওয়া হচ্ছে ৮৫ হাজার টাকা। আগামী বছর অনুদান ১ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এই আবহে অনুদানের অডিট চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। শুনানিতে মামলাকারীর পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর বাড়ছে পুজোর অনুদানের পরিমাণ। এ বছর ৮৫ হাজার টাকা দেওয়া হবে এবং ঘোষণা করা হয়েছে, আগামী বছর পুজো কমিটি পিছু এক লক্ষ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। কোনও অডিট ছাড়াই এই টাকা দেওয়া হচ্ছে।

এরপর মামলাকারীকে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এ ব্যাপারে রাজ্যকে নোটিশ পাঠাতে হবে।

উল্লেখ্য, করোনার সময় অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সেই সময় আদালত নির্দেশ দেয়, পুজো কমিটিগুলি ওই টাকা দিয়ে মাস্ক, স্যানিটাইজ়ার কিনে দর্শনার্থীদের বিলি করতে হবে। পাশাপাশি, সমস্ত খরচের খতিয়ানও চেয়েছিল আদালত। যদিও পুজো মিটতেই সেই মামলা নিয়ে তেমন কোনো শোরগোল দেখা যায়নি বলে আইনজীবীদের একাংশ জানিয়েছে।

অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে বেশ কয়েকটি পুজো কমিটি সরকারি অনুদান ৮৫ হাজার টাকা নিতে প্রত্যাখান করেছে। এই তালিকায় জেলার পূজোর পাশাপাশি কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুজোও রয়েছে। এই আবহে কলকাতা হাইকোর্টে অনুদান নিয়ে জনস্বার্থ মামলা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।  

পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে দায়ের মামলা
SFI-DYFI: শ্যামবাজারে বামেদের অবস্থান মঞ্চে চালু হল বিকল্প স্বাস্থ্যকেন্দ্র
পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে দায়ের মামলা
এবার দুর্গাপুজোর সরকারী অনুদান ফেরাল কলকাতার এক ক্লাব, ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা
পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে দায়ের মামলা
RG Kar Case: আদালতে দীর্ঘক্ষণ অনুপস্থিত CBI-এর আইনজীবী, খুঁজতে গেলেন আধিকারিক, বিরক্ত বিচারপতি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in