আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ৮৫ হাজার টাকা প্রত্যাখান করেছে অনেক পুজো কমিটি। এই আবহে এবার অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আদালতে জানানো হয়েছে, কোনো অডিট ছাড়াই এই টাকা দেওয়া হচ্ছে। মামলাকারীকে এ ব্যাপারে রাজ্যকে নোটিস দিতে বলেছে আদালত।
উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু করে। প্রথমে ২৫ হাজার টাকা দেওয়া হলেও করোনার সময়কাল থেকে অনুদান দ্বিগুণ করেছিল রাজ্য সরকার। এরপর ২০২৩ সালে ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। চলতি বছর দেওয়া হচ্ছে ৮৫ হাজার টাকা। আগামী বছর অনুদান ১ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এই আবহে অনুদানের অডিট চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। শুনানিতে মামলাকারীর পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর বাড়ছে পুজোর অনুদানের পরিমাণ। এ বছর ৮৫ হাজার টাকা দেওয়া হবে এবং ঘোষণা করা হয়েছে, আগামী বছর পুজো কমিটি পিছু এক লক্ষ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। কোনও অডিট ছাড়াই এই টাকা দেওয়া হচ্ছে।
এরপর মামলাকারীকে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এ ব্যাপারে রাজ্যকে নোটিশ পাঠাতে হবে।
উল্লেখ্য, করোনার সময় অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সেই সময় আদালত নির্দেশ দেয়, পুজো কমিটিগুলি ওই টাকা দিয়ে মাস্ক, স্যানিটাইজ়ার কিনে দর্শনার্থীদের বিলি করতে হবে। পাশাপাশি, সমস্ত খরচের খতিয়ানও চেয়েছিল আদালত। যদিও পুজো মিটতেই সেই মামলা নিয়ে তেমন কোনো শোরগোল দেখা যায়নি বলে আইনজীবীদের একাংশ জানিয়েছে।
অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে বেশ কয়েকটি পুজো কমিটি সরকারি অনুদান ৮৫ হাজার টাকা নিতে প্রত্যাখান করেছে। এই তালিকায় জেলার পূজোর পাশাপাশি কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুজোও রয়েছে। এই আবহে কলকাতা হাইকোর্টে অনুদান নিয়ে জনস্বার্থ মামলা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন