

আর জি কর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার অনুদান প্রত্যাখ্যান করেছিল বেশ কয়েকটি ক্লাব। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতার আরও একটি ক্লাব। শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়ে দিল, পুজোয় সরকারের অনুদান গ্রহণ করবে না তারা।
সরকারের দেওয়া পুজোর ৮৫ হাজার টাকা প্রত্যাখান করেছে গার্ডেনরিচ এলাকার ‘মুদিয়ালি আমরা ক’জন’ ক্লাব। এই ক্লাবের পুজো অত্যন্ত জনপ্রিয়। এই পুজো কমিটির কর্তা কংগ্রেস নেতা মহম্মদ মোক্তার। শুক্রবার সকালে ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে অনুদান প্রত্যাখান করেছে তারা।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দুর্গাপুজোর অনুদান হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা আমরা এ বছর প্রতিবাদস্বরূপ গ্রহণ করছি না। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে নির্যাতন এবং খুনের প্রতিবাদে আমাদের এই সিদ্ধান্ত। প্রতি বছর আমরা মা দুর্গার আগমনের জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু আমরা দেখছি, বর্তমান সরকার মাকে নিয়ে আসার জন্য ৮৫ হাজার টাকা দিচ্ছে আর বিসর্জনের জন্য ১০ লক্ষ টাকার কথা বলছে! আমরা আরজি করের নির্যাতিতার বিচার চাই।’’
এর আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার অনুদান প্রত্যাখ্যান করেছে হুগলির উত্তরপাড়ার ৩টি পুজো কমিটি। হুগলির পাশাপাশি, অনুদান প্রত্যাখ্যান করেছে মুর্শিদাবাদে লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলা পুজো কমিটিও। দক্ষিণ ২৪ পরগনা জয়নগর-মজিলপুরের ৭ ও ১৪ নম্বর পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটিও অনুদান প্রত্যাখান করেছে। এর আগে অনুদান প্রত্যাখান করেছিল দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি।
উল্লেখ্য, তৃণমূল সরকারের পক্ষ থেকে প্রতি বছর রাজ্যের ক্লাব গুলিকে পুজোর অনুদান দেওয়া হয়। প্রথম দিকে দেওয়া হত ২৫ হাজার টাকা দেওয়া হত। ক্রমশ তা বাড়তে বাড়তে গত বছর এই অনুদানের অঙ্ক ছিল ৭০ হাজার। চলতি বছর পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে সরকারি আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের বছর অনুদানের অঙ্ক আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন