শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারের অফিস থেকে উদ্ধার প্রচুর OMR শিট, অ্যাডমিট কার্ডের নথি!

অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া OMR শিটগুলি ৬০-৭০টি পুরসভার পরীক্ষার। ৩৭ ঘন্টা তল্লাশি চালানোর পর রবিবার মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে ইডি।
গ্রেফতার অয়ন শীল
গ্রেফতার অয়ন শীলগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গতকাল রাতে গ্রেফতার হয়েছেন প্রোমোটার অয়ন শীল, যিনি ধৃত এবং বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অয়ন শীলের অফিস এবং একাধিক ফ্ল্যাটে প্রায় ৩৭ ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেফতার করে ইডি। প্রোমোটারের সল্টলেকের অফিস থেকে প্রচুর ওএমআর শিট ও একাধিক পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে।

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে তত নতুন নতুন তথ্য সামনে আসছে। শুধু ২০১৪-র নয়, ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামও মিলেছে অয়ন শীলের অফিসে, দাবি ইডি-র। এছাড়াও অয়ন শীলের অফিস থেকে প্রায় ৪০০টি অরিজিনাল ওএমআর শিট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া OMR শিটগুলি ৬০-৭০টি পুরসভার পরীক্ষার। পাশাপাশি বিভিন্ন পরীক্ষার অ্যাডমিট কার্ডও উদ্ধার হয়েছে ওই প্রোমোটারের অফিস থেকে। এছাড়া ৭টি হার্ডডিস্ক, চাকরিপ্রার্থীদের নামের তালিকাও উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। দুটি ট্রলিতে এই সমস্ত নথি ভর্তি করা ছিল বলেই জানা যাচ্ছে।

ওই অফিসের দেওয়ালে ঝুলছে বিভিন্ন সরকারি দফতরের NOC সার্টিফিকেট। বাড়ির মালিকের দাবি, সরকারি ঠিকাদার পরিচয়ে এই অফিস ভাড়া নিয়েছিলেন অয়ন শীল। 

পুরসভার এক অস্থায়ী সাফাই কর্মী সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, গত তিনমাসে এই অফিস থেকে প্রচুর কাগজ ফেলা হয়েছে। প্রায়ই ভোরবেলায় এই অফিস থেকে লোকজনকে বেরিয়ে যেতে দেখেছেন বলেও দাবি করেন ওই সাফাই কর্মী।  

ইডি সূত্রে খবর, অয়ন শীলের ব্যাঙ্কের নথিও যাচাই করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে প্রায় ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ কী কারণে ট্রান্সফার করা হয়েছিল তাও খতিয়ে দেখছে ইডি। নিয়োগ দুর্নীতির টাকা হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, শান্তনু ব্যানার্জি বিভিন্ন সময় দুর্নীতির টাকা এই প্রোমোটারের মাধ্যমেই সাদা করতো। যা পরে রিয়েল এস্টেটে কাজে লাগানো হয়েছিল। এছাড়া অয়ন শীলের একটি কোম্পানির হদিশ মিলেছে এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড নামে। এই কোম্পানিতেও সম্ভবত শান্তনু ব্যানার্জি বিনিয়োগ করেছেন। কিছুদিনের মধ্যেই বহিষ্কৃত যুব তৃণমূল নেতার মুখোমুখি বসানো হতে পারে অয়ন শীলকে। দুজনের বয়ান রেকর্ড করা হতে পারে।

গ্রেফতার অয়ন শীল
‘আপনাকে কেন উচ্ছেদ করা হবে না?’: জমি মামলায় অমর্ত্য সেনকে শো-কজ নোটিশ বিশ্বভারতীর
গ্রেফতার অয়ন শীল
National Education Policy: জাতীয় শিক্ষানীতি মেনে নয়া নির্দেশ তৃণমূল সরকারের, বিতর্ক শিক্ষামহলে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in