Kolkata Book Fair 2025: শুরু ৪৮ তম কলকাতা বইমেলা! উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

People's Reporter: এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি। তবে এই প্রথম কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ প্যাভেলিয়ন।
বইমেলা উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়
বইমেলা উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ছবি - মমতার ফেসবুক পেজ থেকে স্ক্রিনশট
Published on

৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ সেন্ট্রাল পার্কের মিলন মেলা প্রাঙ্গণে বইমেলা উদ্বোধন করেন তিনি। যা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি।

বইমেলা উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “বইমেলা আমাদের গর্ব। ডিজিটাল জমানাতেও কমেনি বইয়ের গুরুত্ব। কলকাতার বইমেলা দেশের সেরা। বই আমাদের প্রেরণা, দিশা। ২০২৪ সালের বই মেলায় ৩০ কোটি টাকার বেশী বই বিক্রি হয়েছে”।

বইমেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জার্মানির রাষ্ট্রদূত। এবারের বইমেলার প্রধান গেট হয়েছে ঋত্বিক ঘটক-সলিল চৌধুরীর নামে। তবে এই প্রথম কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ প্যাভেলিয়ন।

৪৮ তম কলকাতা বইমেলায় রয়েছে এক হাজারেও বেশী বুক স্টল। মেলায় নিরাপত্তার জন্য প্রতিদিন দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া মেলায় যাওয়ার জন্য পরিবহন ক্ষেত্রেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বইমেলা উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়
Weather Update: রাজ্য থেকে বিদায় নিতে চলেছে শীত! বুধবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আলিপুরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in