

৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ সেন্ট্রাল পার্কের মিলন মেলা প্রাঙ্গণে বইমেলা উদ্বোধন করেন তিনি। যা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি।
বইমেলা উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “বইমেলা আমাদের গর্ব। ডিজিটাল জমানাতেও কমেনি বইয়ের গুরুত্ব। কলকাতার বইমেলা দেশের সেরা। বই আমাদের প্রেরণা, দিশা। ২০২৪ সালের বই মেলায় ৩০ কোটি টাকার বেশী বই বিক্রি হয়েছে”।
বইমেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জার্মানির রাষ্ট্রদূত। এবারের বইমেলার প্রধান গেট হয়েছে ঋত্বিক ঘটক-সলিল চৌধুরীর নামে। তবে এই প্রথম কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ প্যাভেলিয়ন।
৪৮ তম কলকাতা বইমেলায় রয়েছে এক হাজারেও বেশী বুক স্টল। মেলায় নিরাপত্তার জন্য প্রতিদিন দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া মেলায় যাওয়ার জন্য পরিবহন ক্ষেত্রেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন