
চলতি মরশুমে বিদায় নিতে চলেছে শীত? এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবারের তুলনায় মঙ্গলবার অনেকটাই বেড়েছে তাপমাত্রা। আলিপুর জানাচ্ছে, বুধবারের পর থেকে রাজ্যের সর্বত্র পারদ ঊর্ধ্বমুখী হবে। ফলে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে রাজ্যে। যার ফলে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি নতুন করে আরও দুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। ফলে, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় মঙ্গলবার ভোরে কিছুটা বেড়েছে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম।
আলিপুর জানাচ্ছে, আগামী তিনদিন রাজ্যে আরও বাড়বে তাপমাত্রা। অর্থাৎ জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির প্রথমে রাজ্যের কোথাও কোথাও দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। অর্থাৎ চলতি মরশুমে বিদায় নিচ্ছে শীত।
অন্যদিকে, আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সর্তকতা জারি করেছে আলিপুর। আবহাওয়া দপ্তর বুধবার ঘন কুয়াশার হলুদ সর্তকতা জারি করেছে দুই ২৪ পরগণা এবং দুই মেদিনীপুরে। এছাড়া বৃহস্পতিবারও উত্তর ২৪ পরগণা এবং পশ্চিম মেদিনীপুরে ঘন কুয়াশার হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সর্তকতা জারি করেছে আলিপুর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কুয়াশা থাকবে দাজিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। মঙ্গল ও বুধবার উত্তরের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দাজিলিং এবং কালিম্পংয়ে। এছাড়া মঙ্গলবার দাজিলিংয়ে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন