WFI সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ কুস্তিগীরদের, 'এটাই বিজেপির আসল চরিত্র', দাবি কংগ্রেসের

বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তারকা কুস্তিগীর ভিনেশ ফোগট। তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর কাছে হয়রানির অভিযোগ করার পর থেকে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।'
যন্তর মন্তরে ধর্না কুস্তিগীরদের
যন্তর মন্তরে ধর্না কুস্তিগীরদেরছবি সংগৃহীত

মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে বুধবার থেকে উত্তাল দিল্লির যন্তর মন্তর। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (WFI)-র সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তারকা কুস্তিগীর ভিনেশ ফোগট (Vinesh Phogat)। আর, তা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস।

এক টুইট বার্তায় কংগ্রেস জানিয়েছে, 'অত্যন্ত লজ্জাজনক! রেসলিং ফেডারেশনে মহিলা খেলোয়াড়দের যৌন হেনস্থা করা হচ্ছে। রেসলিং ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে খেলোয়াড়দের যৌন হেনস্থা করার অভিযোগ তুলেছেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট।'

কেন্দ্রকে কটাক্ষ করে কংগ্রেস বলেছে, 'যারা 'বেটি বাঁচাও' স্লোগান দিচ্ছে তারাই বেটিদের শোষণ করছে। এটাই বিজেপির আসল চরিত্র। আসলে, বিজেপির হাত থেকে দেশের মহিলাদের বাঁচাতে হবে।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে (Supriya Shrinate) টুইটারে লেখেন, 'এই বিজেপি সীমা অতিক্রম করে গেছে। মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট কুস্তি ফেডারেশনের সভাপতি বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে খেলোয়াড় এবং মহিলা কোচদের যৌন হেনস্থার গুরুতর অভিযোগ করেছেন।'

কংগ্রেসের মুখপাত্র টুইটারে বলেন, 'বিজেপির হাত থেকে মহিলাদের বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী মোদী এবং নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির কাছ থেকে কিছু আশা করা বৃথা।'

এরপরেই, নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে নিশানা করে তিনি বলেন, 'নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি কোথায়? যাঁরা আপনার সরকার ও সংসদ সদস্যদের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ করেছেন, তাঁরা এই দেশের কন্যা - যাঁরা ভারতকে গর্বিত করেছেন। আপনার নৈতিক দেউলিয়াপনার জন্য দুঃখিত স্মৃতিজি।'

রেসলিং ফেডারেশনের পক্ষপাতদুষ্ট মনোভাব আর চরম অব্যবস্থার অভিযোগে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন ভারতীয় কুস্তিগিররা। বুধবার, এই ধর্না মঞ্চেই ব্রিজ ভূষণ শরণ সিং-র বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী ভিনেশ ফোগাট।

ক্রন্দনরত অবস্থায় ভিনেশ অভিযোগ করেন, তিনিও ব্রিজ ভূষণের দ্বারা মানসিক হয়রানির শিকার হয়েছেন। একসময় তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। ভিনেশ বলেন, 'আমি প্রধানমন্ত্রীর কাছে হয়রানির অভিযোগ করার পর থেকে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।'

এদিকে জানা যাচ্ছে, প্রায় এক দশক ধরে WFI-এর দায়িত্বে রয়েছেন উত্তরপ্রদেশের কায়সারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

যন্তর মন্তরে ধর্না কুস্তিগীরদের
কুণাল ঘোষ সহ ১১ জন আইনজীবীর নামে আদালত অবমাননার অভিযোগ, পৃথক মামলা কলকাতা হাইকোর্টে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in