UP Horror: টাকা ফেরত না পাওয়ায় মহিলাকে ধর্ষণের পর সিগারেট দিয়ে মুখ পুড়িয়ে কুঠার দিয়ে খুন

People's Reporter: ওই মহিলা অভিযুক্ত সুরজ কুমার সোনকারকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মত টাকা দেয় সুরজ কুমার। কিন্তু পরবর্তীতে মহিলা চাকরি দিতে ব্যর্থ হয়।
UP Horror: টাকা ফেরত না পাওয়ায় মহিলাকে ধর্ষণের পর সিগারেট দিয়ে মুখ পুড়িয়ে কুঠার দিয়ে খুন
প্রতীকী ছবি

এক মহিলাকে ধর্ষণের পর জ্বলন্ত সিগারেট দিয়ে তাঁর মুখ পুড়িয়ে ফেলা হয় এবং তারপর কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাঁকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুরে। ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।                          

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা অভিযুক্ত সুরজ কুমার সোনকারকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মত টাকা দেয় সুরজ কুমার। কিন্তু পরবর্তীতে মহিলা চাকরি দিতে ব্যর্থ হলে, সুরজ তার টাকা ফেরত চায়। ওই মহিলা প্রাথমিকভাবে টাকা ফেরত দিতে অস্বীকার করে এবং যুবকটিকে অপেক্ষা করতে বলে। কিন্তু সুরজ ক্রুদ্ধ হয়ে প্রথমে মহিলাকে ধর্ষণ করে। পরে জ্বলন্ত সিগারেট দিয়ে ছ্যাঁকা দিয়ে দিয়ে তাঁর মুখ পুড়িয়ে দেওয়া হয়। এবং তারপর কুঠার দিয়ে নির্মমভাবে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, উত্তরপ্রদেশের সুলতানপুরের রাস্তার পাশ থেকে উদ্ধার হয় ওই মহিলাটির মৃতদেহটি। সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং তার কান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এরপর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। মামলা দায়ের করা হয়। একটি ই-রিকশা, একটি মোবাইল ফোন এবং নৃশংস অপরাধে ব্যবহৃত কুড়াল উদ্ধার করে পুলিশ। এই সমস্ত কিছুর সূত্র ধরে শুক্রবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সুরজ কুমার সোনকারকে।

UP Horror: টাকা ফেরত না পাওয়ায় মহিলাকে ধর্ষণের পর সিগারেট দিয়ে মুখ পুড়িয়ে কুঠার দিয়ে খুন
IT Raid: ওড়িশার একাধিক জায়গায় টানা ৩ দিন আয়কর তল্লাশি, উদ্ধার প্রায় ২৫০ কোটি
UP Horror: টাকা ফেরত না পাওয়ায় মহিলাকে ধর্ষণের পর সিগারেট দিয়ে মুখ পুড়িয়ে কুঠার দিয়ে খুন
‘মেয়েদের যৌন ইচ্ছে নিয়ে ব্যক্তিগত মতামত দিতে পারেন না কোনও বিচারক’ - সুপ্রিম কোর্ট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in