সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই ২ দিনের জন্য মুলতুবি হয়ে গেল দুই কক্ষ। অধিবেশন শুরু হতেই আদানি ইস্যুতে উত্তাল হয় সংসদ। এর পরই আগামী ২৭ নভেম্বর পর্যন্ত রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষই মুলতুবি করে দেওয়া হয়।
সংসদের উচ্চকক্ষ রাজ্যসভাতে অধিবেশন শুরুর প্রথমেই ১ ঘন্টার জন্য মুলতুবি রাখা হয়। পরে মেয়াদ বৃদ্ধি করে দু'দিন করা হয়। লোকসভাও আগামী ২৭ নভেম্বর পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে।
আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আলোচনা চেয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেস সাংসদ মণিকম টেগোর। অধিবেশন শুরুর আগে বৈঠকেও বসেন ইন্ডিয়া মঞ্চের নেতারা। সংসদে তাঁদের রণকৌশল কী হবে তা আলোচনা করার জন্যই বৈঠক ডাকা হয়।
কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, আমরা মণিপুর ইস্যুটি উত্থাপন করতে বলেছি। সেখানে কোনও আইনশৃঙ্খলা নেই। ধর্ষণ, খুন হয়েই চলেছে। দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে তা নিয়েও আলোচনা চেয়েছি।
প্রসঙ্গত, সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, 'জনগণের দ্বারা বার বার প্রত্যাখ্যাত হয়ে সংসদ এবং গণতন্ত্রকে অসম্মান করছে তারা। আমরা সবসময় চাই সংসদে সুস্থ আলোচনা হোক। কিন্তু জনগণ দ্বারা প্রত্যাখ্যাত কিছু লোক কক্ষের ভিতর গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণ করতে চাইছে'।
শীতকালীন অধিবেশন চলতে পারে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশন চলাকালীন একাধিক বিল আনতে পারে এনডিএ জোট। যার মধ্যে রয়েছে 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন'। এছাড়া ব্যাঙ্কিং সংশোধনী বিল পেশ করা হতে পারে। যার মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, এবং ব্যাঙ্কিং কোম্পানি আইনকে সংশোধন করা হবে। পাশাপাশি ওয়াকফ সংশোধনী বিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা (সংশোধন) বিল আলোচনার জন্য উত্থাপিত হতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন