'৫ বার কেন, যতবার খুশি ডাকুক! আমাকে ইডি দিয়ে ভয় দেখানো যাবে না' - বিজেপিকে হুঁশিয়ারি রাহুলের

আগামী বৃহস্পতিবার ফের ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা সোনিয়ার। তার আগে কংগ্রেস নেতাদের মনের জোর বাড়াতে বুধবার দলের সত্যাগ্রহে অংশ নিলেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীফাইল ছবি, ইয়াহু নিউজের সৌজন্যে

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত দুসপ্তাহে মোট ৫ বার রাহুলকে তলব করা হয়েছে। ৫ দিনই ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

সূত্রের খবর, বিগত ৫ দিনই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা রাহুলকে প্রায় ১০ ঘণ্টার বেশি অর্থাৎ প্রায় ৫০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করেছেন। অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করেই ইডি দপ্তরে এসে সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘক্ষণ তাঁকে বসে থাকতে হয়েছে। যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও হার মানতে নারাজ কংগ্রেস নেতা।

বিজেপির বিরুদ্ধেই সুর চড়িয়ে রাহুল বলেছেন, "৫ বার কেন, যতবার খুশি ডাকুক। আমাকে ইডি দিয়ে ভয় দেখানো যাবে না।" তিনি আরও বলেছেন, "কোনও এজেন্সি আমাকে ভয় দেখাতে পারে না। এমনকী যেসব ইডি আধিকারিক আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁরাও বুঝে গিয়েছেন একজন কংগ্রেস নেতাকে এভাবে দমন করা যায় না।"

প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় এর আগে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকেও তলব করেছিল ইডি। আগামী বৃহস্পতিবার ফের ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা সোনিয়ার। যেদিন রাহুল গান্ধী ইডির দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন, সেদিনই দিল্লির রাজপথ কার্যত অবরুদ্ধ রেখেছিল কংগ্রেস কর্মীরা। শুধু কর্মীরাই নয়, কংগ্রেসের সকল সাংসদ সহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা কংগ্রেস নেতা-কর্মীরা সেদিন ইডি দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলেন।

এই ঘটনার পর কংগ্রেস নেতা জানান, এইসব করে কোনওভাবেই তাঁকে দমিয়ে রাখা যাবে না। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ইডি কর্তারাই হাঁফিয়ে গিয়েছেন। কিন্তু হাঁফাননি রাহুল। কারণ, দলের নেতা-কর্মীরা তাঁর পাশে আছেন।

রাহুল গান্ধী
Rahul Gandhi: ঘৃণা, হিংসা এবং বর্জন আমাদের প্রিয় দেশকে দুর্বল করে দিচ্ছে - রাহুল গান্ধী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in