Rahul Gandhi: ঘৃণা, হিংসা এবং বর্জন আমাদের প্রিয় দেশকে দুর্বল করে দিচ্ছে - রাহুল গান্ধী

রবিবার রাম নবমী উদযাপনের সময় মধ্যপ্রদেশের অন্তত দুটি জেলায় সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। হিংসার প্রথম ঘটনাটি খারগোন জেলায় ঘটে, যেখানে প্রায় ৬ জন পুলিশ কর্মী আহত হন।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীফাইল ছবি, ইয়াহু নিউজের সৌজন্যে

রাম নবমী মিছিলের সময় দেশের অনেক জায়গায় হিংসার খবর প্রকাশ্যে আসার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার বলেছেন “ঘৃণা দেশকে দুর্বল করছে”।

এক টুইট বার্তায় রাহুল গান্ধী বলেন, "ঘৃণা, হিংসা এবং বর্জন আমাদের প্রিয় দেশকে দুর্বল করে দিচ্ছে। ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির ভিত্তিতে দিয়ে আমাদের প্রগতির পথ প্রশস্ত হয়েছে। আসুন একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ভারতকে সুরক্ষিত করতে একসাথে দাঁড়াই।"

রবিবার রাম নবমী উদযাপনের সময় মধ্যপ্রদেশের অন্তত দুটি জেলায় সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। হিংসার প্রথম ঘটনাটি খারগোন জেলায় ঘটে, যেখানে প্রায় ৬ জন পুলিশ কর্মী আহত হন। বারওয়ানি জেলার সেন্ধওয়া শহরে একই রকম ঘটনা ঘটে।

খারগোনে, রামনবমীর মিছিলে পাথর ছোঁড়া হয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কিছু গাড়িতে আগুন দেওয়া হয়, কর্তৃপক্ষ তিনটি এলাকায় কারফিউ এবং সমগ্র শহরে ১৪৪ ধারা জারি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

এমনই এক ঘটনা ঘটেছে গুজরাটের সবরকান্থায়। হিন্দু নববর্ষের 'নব সংবতসর'-এর মিছিল মুসলিম অধ্যুষিত এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল র‌্যালিতে পাথর নিক্ষেপের পর গত সপ্তাহে কারাউলিতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাহুল গান্ধী
Rahul Gandhi: হিন্দু ও হিন্দুত্ববাদী এক নয়, দুই শব্দের অর্থ আলাদা - রাহুল গান্ধী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in