'আমাদের কোনও হাত নেই!' অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড বিতর্কে দাবি কেন্দ্রের

People's Reporter: শুক্রবার সন্ধ্যার পর অখিলেশ যাদবের ফেসবুক প্রোফাইল ব্যবহার করা যাচ্ছিল না। অভিযোগ ওঠে, বিজেপির নির্দেশেই অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে, যাতে বিরোধী কণ্ঠরোধ করা যায়।
অশ্বিনী বৈষ্ণব, অখিলেশ যাদব (বাঁদিক থেকে)
অশ্বিনী বৈষ্ণব, অখিলেশ যাদব (বাঁদিক থেকে)ছবি - সংগৃহীত
Published on

শুক্রবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎই সাসপেন্ড হয়ে যায়। এরপরেই শুরু হয় রাজনৈতিক তরজা। দলের তরফে অভিযোগ করা হয়, বিজেপির নির্দেশেই সাসপেন্ড করা হয়েছে অখিলেশের ফেসবুক অ্যাকাউন্ট। এই আবহে শনিবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট জানান, এই সাস্পেনশনে তাদের কোনও ভূমিকা নেই। ফেসবুকের নির্দেশেই এটা হয়েছে।

অশ্বিনী বৈষ্ণব এদিন জানিয়েছেন, “অখিলেশ যাদবের অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পোস্টের কারণে ফেসবুক নিজেদের নীতির ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।”

শুক্রবার সন্ধ্যার পর থেকে কয়েক ঘণ্টা ধরে অখিলেশ যাদবের ফেসবুক প্রোফাইল ব্যবহার করা যাচ্ছিল না। সমাজবাদী পার্টির তরফে অভিযোগ ওঠে, বিজেপির নির্দেশে অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে, যাতে বিরোধী কণ্ঠরোধ করা যায়।

সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল হাসান চাঁদ নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) লেখেন, “দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের জাতীয় সভাপতির ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। বিজেপি সরকার দেশে একপ্রকার অনুচ্চারিত জরুরি অবস্থা জারি করেছে। বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়াই তাদের উদ্দেশ্য। তবে সমাজবাদী পার্টি জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।”

পরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি আরও জানান, “বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা ক্রমাগত সেটিকে দুর্বল করার চেষ্টা করছে। আমরা আইনি পদক্ষেপের কথাও ভাবছি। ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না।”

এদিকে, অখিলেশ যাদব নিজে এই প্রসঙ্গে জানান, ফেসবুক কর্তৃপক্ষ তাঁর কিছু পোস্ট নিয়ে আপত্তি জানিয়েছে। তিনি বলেন, “বলিয়া নিয়োগ কেলেঙ্কারি এবং এক সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে করা আমার কিছু পোস্টকে ফেসবুক ‘যৌন শোষণ সম্পর্কিত কনটেন্ট’ হিসেবে চিহ্নিত করেছিল। সেই কারণেই হয়তো ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অখিলেশ যাদব নিয়মিতই ফেসবুকে নিজের রাজনৈতিক অবস্থান, সরকারের নীতির সমালোচনা এবং বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে মত প্রকাশ করতেন। তাঁর ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা প্রায় ৮৫ লক্ষ।

অশ্বিনী বৈষ্ণব, অখিলেশ যাদব (বাঁদিক থেকে)
RSS-র শাখায় লাগাতার যৌন নির্যাতন! অভিযোগ তুলে আত্ম*হত্যা IT কর্মীর, তদন্ত দাবি প্রিয়াঙ্কা গান্ধীর
অশ্বিনী বৈষ্ণব, অখিলেশ যাদব (বাঁদিক থেকে)
ভোটে বাইরে থেকে ২০ হাজার ভোটার এনেছিলাম - শিন্ধেসেনা বিধায়কের মন্তব্যই 'ভোট চুরি'র প্রমাণ - কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in