

কংগ্রেসে যোগ দিলেন কুস্তিগীর ভীনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। আসন্ন হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করবেন দেশের দুই তারকা কুস্তিগীর। তবে কে কোন আসন থেকে লড়বেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
প্যারিস অলিম্পিক্স থেকে ভীনশের ফেরার পর থেকেই তাঁর কংগ্রেসে যোগদানের জল্পনা চলছিল। অবশেষে বুধবার রাহুল গান্ধীর সাথে দেখা করে কংগ্রেসে যোগ দিলেন ভীনেশ ও আর এক কুস্তিগীর বজরং পুনিয়া। কংগ্রেস সূত্রে খবর, ভীনেশ জুলানা এবং বজরং বাদলি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
বর্তমানে এই জুলানা আসনটি জননায়ক জনতা পার্টির দখলে রয়েছে। আর বাদলি আসনটি কংগ্রেসের জেতা আসন। হরিয়ানার নির্বাচনে কৃষক ভোট একটা বড় ফ্যাক্টর। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছেন কৃষকরা। সেখানে দাঁড়িয়ে ভীনেশ এবং বজরং কৃষকদের ব্যাপক সমর্থন পেতে পারেন বলেও কংগ্রেস নেতৃত্বের দাবি।
গত ১ সেপ্টেম্বর কৃষকদের ধর্না মঞ্চে গিয়েছিলেন ভীনেশ ফোগাট। তাঁকে ঘিরে কৃষকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই মঞ্চে গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ভীনেশ। তিনি বলেছিলেন, "আমি ভাগ্যবান যে আমি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি আপনাদের বলতে চাই যে, আপনাদের মেয়ে আপনাদের সাথেই আছে। আমাদের অধিকারের জন্য লড়তেই হবে। কারণ অন্য কেউ আমাদের জন্য আসবে না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের দাবি যেন পূরণ হয়। আর আপনারা অধিকার আদায় না করে ফিরে যাবেন না"।
উল্লেখ্য, হরিয়ানা বিধানসভার ৯০ আসনেই আগামী ১ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু জনস্বার্থে সেই তারিখ পিছিয়ে ৫ অক্টোবর করা হয়েছে। ফলপ্রকাশ হবে ৮ অক্টোবর। বর্তমানে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে এনডিএ জোট। গত নির্বাচনে বিজেপি জিতেছিল ৪০টি আসনে এবং কংগ্রেস জিতেছিল ৩১টি আসনে। তবে ২০২৪ লোকসভা নির্বাচিনে রাজ্যের ১০টি আসনের মধ্যে ৫টি আসনে জয়লাভ করে কংগ্রেস এবং বাকি ৫টিতে জেতে বিজেপি। ফলে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিধানসভা নির্বাচনে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন