Varun Gandhi: জনগণকেই সবকিছু করতে হলে সরকারের প্রয়োজন কী? ফের BJP সাংসদের সমালোচনায় বিদ্ধ যোগী সরকার

বরুণ গান্ধী লেখেন, যখন সাধারণ মানুষের কাছে প্রশাসনের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন তাঁকে নিজেকেই নিজের রক্ষা করতে হচ্ছে। যদি সাধারণ মানুষকে নিজের দায়িত্ব নিজেই নিতে হয়, তাহলে 'সরকারের' কী প্রয়োজন।"
বন্যা কবলিত এলাকায় বিজেপি সাংসদ বরুণ গান্ধী
বন্যা কবলিত এলাকায় বিজেপি সাংসদ বরুণ গান্ধীছবি বরুণ গান্ধীর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ফের একবার যোগী সরকারকে আক্রমণের পথে হাঁটলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। উত্তরপ্রদেশের পিলভিটের সাংসদের কথায়, জনগণকে নিজেদেরই যদি সবকিছু করতে হয়, তাহলে প্রশাসন কিসের জন্য আছে?

এর আগে উত্তরপ্রদেশের আখ চাষীদের প্রতি রাজ‍্য সরকারের বিরূপ মনোভাব, লখিমপুর খেরি কান্ড সহ একাধিক ইস‍্যুতে যোগী সরকারের সমালোচনা করেছেন বরুণ গান্ধী। এবার রাজ‍্যের বন‍্যা দুর্গতদের দুর্দশা নিয়ে সরকারকে আক্রমণ করলেন তিনি।

ট‍্যুইটারে বরুণ গান্ধী লেখেন, "বন‍্যার কারণে তেরাইয়ের অধিকাংশ এলাকার অবস্থা অত‍্যন্ত খারাপ। দুর্গতদের শুকনো খাবার সরবরাহ করলাম যাতে দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত কোনো পরিবার ক্ষুধার্ত না থাকে। এটা খুব বেদনাদায়ক, যখন সাধারণ মানুষের কাছে প্রশাসনের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন তাঁকে নিজেকেই নিজের রক্ষা করতে হচ্ছে। যদি সাধারণ মানুষকে নিজের দায়িত্ব নিজেই নিতে হয়, তাহলে 'সরকারের' থাকার কী প্রয়োজন।"

এই ট‍্যুইটের সাথে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে বন‍্যা কবলিত এলাকার ছবির পাশাপাশি সাংসদকে পীড়িতদের শুকনো খাবার দিতেও দেখা গেছে।

এর আগে আখ চাষীদের সমর্থন মূল‍্য বাড়ানোর দাবিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথকে খোলা চিঠি লিখেছিলেন বরুণ গান্ধী। মুজফ্ফরনগরে হওয়া কৃষক মহাপঞ্চায়েতের ভিডিও পোস্ট করে সরকারকে কৃষকদের সাথে আলোচনায় বসার অনুরোধ করেছেন। লখিমপুর খেরি কান্ডে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।

বন্যা কবলিত এলাকায় বিজেপি সাংসদ বরুণ গান্ধী
Lakhimpur Kheri: "এই ভিডিও যে কারোর আত্মাকে নড়িয়ে দেবে" - বিজেপি সাংসদের ট্যুইটে খেরির ঘটনা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in