
আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে রামকে পৌরাণিক চরিত্র বলে উল্লেখ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতার এই মন্তব্য সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসে আঘাত হেনেছে বলে দাবি করে আদালতে মামলা দায়ের করেছিলেন আইনজীবী হরিশঙ্কর পান্ডে। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিল বারাণসীর এমপি-এমএলএ আদালত। অতিরিক্ত মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট নীরজ কুমার ত্রিপাঠীর পর্যবেক্ষণ, এটি "অরক্ষণাবেক্ষণযোগ্য" মামলা।
গত ২১ এপ্রিল আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধী ভগবান রামকে কাল্পনিক এবং পৌরাণিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছিলেন। কংগ্রেস সাংসদের এই দাবি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, এমনই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন আইনজীবী হরিশঙ্কর পান্ডে।
রাহুলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ৩৫১, ৩৫৩ এবং ৩৫৬ ধারার অধীনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান মামলাকারী। পাশাপাশি, রাহুল গান্ধীকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ারও আবেদন জানান তিনি।
মঙ্গলবার সেই মামলা খারিজ করে বিচারক নীরজ কুমার ত্রিপাঠী জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ -এর ধারা অনুসারে এই ধরনের মামলার ক্ষেত্রে কেন্দ্রীয় বা রাজ্য সরকার, অথবা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি বাধ্যতামূলক। মামলাটি রক্ষণাবেক্ষণ সম্ভব নয় বলে জানিয়েছেন বিচারক।
যদিও মামলাকারী আইনজীবীর দাবি, তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিয়ে মামলাটি পুনর্বিবেচনার আবেদন দায়ের করবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন