উত্তরাখণ্ড ঘিরে অতিরিক্ত বৃষ্টিপাত এবং বিভিন্ন জায়গায় হড়পা বানের আশঙ্কা। রাজ্যের ১৩ টি জেলার মধ্যে ১১টিতে মাঝারি থেকে বড়ো হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যে পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। প্রশাসনিক এই সতর্কবার্তার পরেই উত্তরাখন্ডের ওইসব জেলাতে সমস্ত রকম ভ্রমণ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচল প্রদেশের ৪টি জেলাতেও একই সতর্কবার্তা জারি করা হয়েছে।
উত্তরাখণ্ডের যে সব জেলায় সম্ভাব্য হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে আছে আলমোড়া, বাগেশ্বর, চামোলি, দেরাদুন, হরিদ্বার, নৈনিতাল, পৌরি গাড়োয়াল, পিথোড়াগড়, রুদ্রপ্রয়াগ, তেহরি গাড়োয়াল এবং উত্তরকাশী। এই সমস্ত এলাকায় ভ্রমণ ছাড়াও কোনও অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের এই সতর্কবার্তার পরেই তৎপর হয়েছে প্রশাসন। ইতিমধ্যেই এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কোনও আধিকারিক আপাতত তাঁর ফোন বন্ধ রাখতে পারবেন না। সমস্ত পুলিশ থানাকে তাদের ওয়ারলেস পরিষেবা যাতে কার্যকরী থাকে তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, সমস্ত আধিকারিক এবং সমস্ত স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় থাকতে হবে। সাধারণ মানুষকে সতর্কবার্তা না ওঠা পর্যন্ত বাড়ি ছেড়ে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।
ধসপ্রবণ এলাকায় গাড়ি চলাচল নিয়ন্ত্রিত করা হবে বলে জানানো হয়েছে। কোথায় ধস নামলে দ্রুততার সঙ্গে তা মেরামতির জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি, পিডব্ল্যুডি, বর্ডার রোডস অর্গানাইজেশন এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে সজাগ থাকতে বলা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন