হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে নিহত ১৩, নিখোঁজ ২৯! বিপর্যস্ত উত্তরাখণ্ডেও সাময়িক বন্ধ কেদারনাথ যাত্রা

People's Reporter: মঙ্গলবার সারা রাজ্যে ১১ বার মেঘভাঙা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। ভারী বৃষ্টির জেরে হিমাচলে ২৬১টি রাস্তা বন্ধ।
বৃষ্টির জেরে সাময়িক ভাবে বন্ধ হল কেদারনাথ যাত্রা
বৃষ্টির জেরে সাময়িক ভাবে বন্ধ হল কেদারনাথ যাত্রাছবি - সংগৃহীত
Published on

লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তর এবং পশ্চিম ভারত। মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান এবং ভূমিধসের ফলে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মঙ্গলবার থেকে মাত্র ২৪ ঘন্টায় ১১ বার মেঘভাঙা বৃষ্টি হয়েছে সেরাজ্যে। যার জেরে বৃহস্পতিবার সকালে আরও কয়েকজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৩। নিখোঁজ অন্তত ২৯। অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের কয়েকটি এলাকাতেও ধস নেমেছে। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা।

সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, মঙ্গলবার সারা রাজ্যে ১১ বার মেঘভাঙা বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। একটানা বৃষ্টির ফলে ধস নেমেছে কোথাও কোথাও। যার জেরে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা। সিরমৌর জেলায় বুধবার রাতভর বৃষ্টি হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর (এনডিআরএফ এবং এসডিআরএফ), হোমগার্ড এবং পুলিশের যৌথ দল।

ভারী বৃষ্টিতে রাজ্যে ২৬১টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে ১৮৬টিই মান্ডি জেলায়। এছাড়া ৫৯৯টি ট্রান্সফর্মার বিকল হয়ে গিয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। সরকারি সূত্রে খবর, ১৫০টিরও বেশি বাড়ি, ১০৪টি গবাদি পশুর খোঁয়াড়, ১৪টি সেতু এবং বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৬২টিরও বেশি গবাদি পশুর। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উনা, হামিরপুর, কাংড়া এবং মান্ডিতে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু।

অন্যদিকে, লাগাতার ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়। সোনপ্রয়াগের কাছে মানকাটিয়াতেও ধস নেমেছে। যার জেরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। কবে থেকে চালু হবে, তা এখনও জানানো হয়নি প্রশাসনের তরফ থেকে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে পাহাড় থেকে বোল্ডার খসে পড়েছে মানকাটিয়ার রাস্তায়। স্তূপাকার হয়ে রয়েছে সেখানে। ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। গৌরীকুণ্ড থেকে ফেরার পথে অনেক দর্শনার্থী আটকে পড়েন রাস্তায়। তাঁদের দ্রুত উদ্ধার করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। সূত্র মারফত জানা যাচ্ছে, আটকে পড়া দর্শনার্থীদের উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে আসা হয়েছে।

ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, আগামী ৮ জুলাই পর্যন্ত উত্তর এবং পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্য - হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থানের পূর্বাংশের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ থেকে ৮ জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশে। রয়েছে ঝড়েরও পূর্বাভাস।

বৃষ্টির জেরে সাময়িক ভাবে বন্ধ হল কেদারনাথ যাত্রা
৯ লাখের টিভি, ১৪টি এসি, ৬ লক্ষের আলোকসজ্জা! বিপুল ব্যয়ে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কার
বৃষ্টির জেরে সাময়িক ভাবে বন্ধ হল কেদারনাথ যাত্রা
অল্পবয়সীদের হার্ট অ্যাটাকের জন্য কি কোভিড টিকা দায়ী? সিদ্দারামাইয়ার প্রশ্নের মধ্যেই বিবৃতি কেন্দ্রের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in