Uttar Pradesh: কানহা গৌশালায় গোরুদের লাউডস্পীকারে ভজন শোনানোর ব্যবস্থা

ভোটমুখী উত্তরপ্রদেশে এবার থেকে গোরুদের জন্য ভজনের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের হামিরপুর জেলার কানহা গৌশালায় এবার থেকে প্রতিদিন লাউডস্পীকারে ভজন চালানো হবে।
গৌশালা
গৌশালাছবি প্রতীকী সংগৃহীত
Published on

ভোটমুখী উত্তরপ্রদেশে এবার থেকে গোরুদের জন্য ভজনের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের হামিরপুর জেলার কানহা গৌশালায় এবার থেকে প্রতিদিন লাউডস্পীকারে ভজন চালানো হবে।

এই প্রসঙ্গে জেলা শাসক চন্দ্র ভূষণ ত্রিপাঠী নগর পঞ্চায়েতের প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ‘গোরুদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণর সুরেলা ভজন’ কম আওয়াজে চালাতে হবে। যাতে গোরুরা সুস্থ এবং খুশি থাকে।

বিশ্বাস করা হয় গৌশালায় যদি গোরুদের ভজন শোনানো হয় তাহলে গোরুরা সেই সুরে সাড়া দিতে পারে।

গত সপ্তাহেই কানহা গৌশালায় এসেছিলেন জেলাশাসক চন্দ্র ভূষণ ত্রিপাঠী এবং এসপি কমলেশ দীক্ষিত। তাঁরা ওইদিন গোরুদের পুজো করেন এবং ঠান্ডার হাত থেকে গোরুদের রক্ষা করতে গেরুয়া রঙের শাল উপহার দেন। তাঁরা দুজনেই ওইদিন গোরুদের গুড় খেতে দেন।

- with IANS inputs

গৌশালা
Uttar Pradesh: গোশালার 'করুণ' অবস্থা নিয়ে যোগী সরকারকে আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in