UP: 'কাঁওয়ার যাত্রায় যেও না, জ্ঞানের আলো জ্বালো' - ছাত্রদের গান শোনানোয় শিক্ষকের বিরুদ্ধে মামলা

People's Reporter: এই বিতর্কের পর এক বিবৃতিতে ডঃ গাঙ্গোয়ার জানিয়েছেন, কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য তিনি ওই গান করেননি। যদি তাঁর গানের জন্য কেউ আঘাত পেয়ে থাকেন তিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
স্কুলে ছাত্রদের সামনে শিক্ষক ডঃ রজনীশ গাঙ্গোয়ার
স্কুলে ছাত্রদের সামনে শিক্ষক ডঃ রজনীশ গাঙ্গোয়ারগ্রাফিক্স - আকাশ
Published on

উত্তরপ্রদেশে কাঁওয়ার যাত্রা প্রসঙ্গে ছাত্রদের সামনে একটি গান গাইবার জন্য এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করলো উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। বেরিলি জেলার ওই শিক্ষকের নাম ডঃ রজনীশ গাঙ্গোয়ার। সম্প্রতি যার এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে ওই শিক্ষক গানের মাধ্যমে বলেছিলেন, ‘কাঁওয়ার যাত্রায় যেয়ো না, তার বদলে জ্ঞানের আলো জ্বালো।’

বেরিলির এমজিএম ইন্টার কলেজের শিক্ষক রজনীশ গাঙ্গোয়ার। ছাত্রদের সামনে তাঁর গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবার পর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অজিত কুমার সিং এক তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই শিক্ষকের কাছ থেকে এই গানের ব্যাখ্যাও তিনি চান। যদিও তিনি জানিয়েছেন, ওই শিক্ষকের কোনও বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য ছিলো না। সম্ভবত বিতর্ক তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে এই ভিডিওর প্রচার করা হয়েছে।

ইতিমধ্যেই শিক্ষক রজনীশ গাঙ্গোয়ারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ওই শিক্ষকের গান ভাইরাল হয়ে যাবার পর স্থানীয় বিজেপি নেতা এবং মহাকাল সেবা সমিতির সদস্যদের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। চলতি সপ্তাহের সোমবার রাতে বাহেরি পুলিশ ওই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩৫৩(২) ধারায় (মিথ্যা তথ্য, গুজব, বা উদ্বেগজনক সংবাদ সম্বলিত বিবৃতি দেওয়ার সাথে সম্পর্কিত) অভিযোগ দায়ের করা হয়।

এই বিতর্কের পর এক বিবৃতিতে ডঃ গাঙ্গোয়ার জানিয়েছেন, কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য তিনি ওই গান করেননি। যদি তাঁর গানের জন্য কেউ আঘাত পেয়ে থাকেন তিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

স্কুলের প্রিন্সিপালকে লেখা ১৫ জুলাইয়ের ওই বিবৃতিতে তিনি আরও জানান, গত ১২ জুলাই তিনি ছাত্রদের সামনে ওই গান গেয়েছিলেন। কারণ তিনি দেখছিলেন কয়েকদিন ধরেই স্কুলে ছাত্রসংখ্যা কমছে এবং তিনি জানতে পারেন ছাত্ররা সকলেই কাঁওয়ার যাত্রায় যাচ্ছে। এরপরেই তিনি ওই গানের মাধ্যমে ছাত্রদের “রাস্তার ভিড়ের জায়গায় যাওয়া, নেশা থেকে দূরে থাকা এবং ক্লাসে নিয়মিত উপস্থিতি বজায় রাখার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা”র চেষ্টা করেন।

তিনি আরও জানান, তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি সাহিত্যে পিএইচডি করেছেন এবং তাঁর কবিতা ও প্রবন্ধগুলি নিয়মিতভাবে অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন এবং নামী সংবাদপত্রগুলিতে প্রকাশিত হয়।

তাঁর অভিযোগ, “কিছু ব্যক্তি, ঈর্ষার বশবর্তী হয়ে, মিথ্যা অভিযোগ এনে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।” তিনি জোরের সঙ্গে জানিয়েছেন, তাঁর "একমাত্র উদ্দেশ্য হল শিক্ষার্থীদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে শিক্ষিত করা এবং আলোকিত করা।”

ডঃ গাঙ্গোয়ার জানিয়েছেন, শিক্ষক গাঙ্গোয়ার দীর্ঘ চার বছর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাহেরী ইউনিটের সহ সভাপতি ছিলেন এবং ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের (শহর) ব্র্যান্ড আম্বাসেডর ছিলেন।

স্কুলে ছাত্রদের সামনে শিক্ষক ডঃ রজনীশ গাঙ্গোয়ার
Kanwar Yatra: কাঁওয়ার যাত্রাপথে আবারও পরিচয় জানতে চেয়ে হামলা - ধাবায় ভাঙচুর চালালো কাঁওয়ার যাত্রীরা
স্কুলে ছাত্রদের সামনে শিক্ষক ডঃ রজনীশ গাঙ্গোয়ার
Kanwar Yatra: ধাবা কর্মীর প্যান্ট খুলে ধর্মীয় পরিচয় জানার অভিযোগ! ফের বিতর্কে কাঁওয়ার যাত্রা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in